ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শীর্ষ দশে নেই মেসি, ছয়ে নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
শীর্ষ দশে নেই মেসি, ছয়ে নেইমার

ঢাকা: ফিফা’র একটি অফিসিয়াল সূত্র অনুযায়ী ‘ক্যাস্ট্রল ইনডেক্স’ খেলোয়াড়দের নৈপূণ্য নিয়ে তাদের নিয়মিত ৠাংকিং প্রকাশ করেছে। সেখানে শীর্ষে রয়েছেন ব্রাজিলের ডেভিড লুইস।

এ তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জায়গা হয়নি সেরা দশে।

নক আউট পর্বের পর লুইস ৯.৭৯ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন সবার শীর্ষে। পরের মৌসুমে পিএসজি’তে যোগ দেবার সম্ভাবনা রয়েছে তার। দ্বিতীয় জায়গা ধরে রেখেছেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ। তার অর্জিত পয়েন্ট ৯.৭৪।

৯.৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার রয়েছেন ছয়ে। তার রেটিং পয়েন্ট ৯.৫৯। নেইমারের ঠিক উপরে ৯.৬২ পয়েন্ট নিয়ে বেলজিয়ামের জান ভারতোনঘেন রয়েছেন।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের করিম বেনজেমা (৯.৭০) এবং নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন (৯.৬৬)। আরেক ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা ৯.৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার সপ্তমে উঠে এসেছেন। ৯.৫৩ রেটিং পয়েন্ট নিয়ে তার পরের স্থানটি পেয়েছেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিক।

ব্রাজিল বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকম্যান জার্মানির থমাস মুলার ৯.৪৯ পয়েন্ট নিয়ে রয়েছেন ১০তম স্থানে। তার ঠিক উপরে জায়গা করে নিয়েছেন সুইজারল্যান্ডের জোহান জোরোও (৯.৫০)।

বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট এবং কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসকে টপকে ২০তম স্থানে রয়েছেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। তার অর্জিত রেটিং পয়েন্ট ৯.২৬।

‘ক্যাস্ট্রল ইনডেক্স’ এই তালিকা তৈরি করেছে খেলোয়াড়দের নৈপূণ্য বিবেচণা করে। বিভিন্নভাবে তাদের নৈপূণ্য বিশ্লেষণ করতে তারা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৪ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।