ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

অনুশীলনে ফিরেছেন আগুয়েরো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
অনুশীলনে ফিরেছেন আগুয়েরো সংগৃহীত

ঢাকা: বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনা দলের স্টাইকার সার্জিও আগুয়েরো অনুশীলনে ফিরেছেন।

শুক্রবার সন্ধ্যায় ব্রাসিলিয়ায় দলের সবার সঙ্গে অনুশীলন করেন আগুয়েরো।



অপ্রত্যাশিত ইনজুরির কারণে নকআউপ পর্বের ম্যাচ খেলতে না পারেনি তিনি। আগুয়েরোর অনুশীলনে যোগ দেওয়ায় ‍তার সতীর্থরা বাড়তি শক্তি পাবেন নিঃসন্দেহে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে পেশিকোষের সমস্যায় পড়েন ম্যানচেস্টার সিটির এই স্টাইকার। চোটের কারণে মাঠ ছাড়েন তিনি। ওই চোটের কারণে বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় সম্ভাবনা দেখা দিলেও শুক্রবার অনুশীলনে ফেরেন তিনি।

এদিকে, চোটের কারণে আগুয়েরো সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠ নামতে পারেননি। এদিন পেনাল্টি শ্যুট আউটের দিকে এগুনো ম্যাচে শেষ সময়ে মেসির পাস থেকে মারিয়ার একমাত্র গোলে জয় পায় আর্জেন্টাইনরা।  

শারীরিক অবস্থ‍া ভাল থাকলে শনিবার বেলজিয়ামের বিপক্ষে মাঠেতে পারেন তিনি। আর্জেন্টিনার কোচ অ‍ালেসান্দ্রো সাবেলা বলেন, সে (আগুয়েরো) এখন অনেক সুস্থ। সে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। যদি সে ফিট থাকে তবে তাকে দলে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।