কোয়ার্টার ফাইনাল খেলতে শনিবার মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বেলজিয়াম।
এস্তাডিও ন্যাসিওনাল ডি ব্রাসিলিয়া স্টেডিয়ামের অবস্থান ১৫.৭৮৩৫ ডিগ্রি দক্ষিণ এবং ৪৭.৮৯৯২ ডিগ্রি পূর্ব। স্থানাঙ্কের গণনায় দেখা যাচ্ছে মাঠের পূর্ব দিক আর্জেন্টিনার জন্য শুভ কিন্তু দক্ষিণে আর্জেন্টিনার সমস্যা আছে।
দক্ষিণ দিক থেকে প্রতি আক্রমণে বেশ কয়েকবার বিপদে পড়বে আর্জেন্টিনার রক্ষণ। তবে মাঠের অপেক্ষিক অবস্থান আর্জেন্টিনার পক্ষে শুভ থাকায় আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ে বল বেশি থাকবে।
পাঠকদের আশাকরি মনে আছে গত আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলায় গণনায় একটা চিত্র উঠে এসেছিল যাতে মনে হয়েছিল খেলার শেষ দশ মিনিটে খেলায় আকস্মিকভাবে কোনো ঘটনা ঘটবে। বাস্তবে খেলার অতিরিক্ত সময় শেষের ২ মিনিট আগে আর্জেন্টিনা গোল করে।
আজকের খেলার গণনায় দেখা যাচ্ছে আর্জেন্টিনার বিরুদ্ধে বেশ টক্কর নেবে বেলজিয়াম। টানটান উত্তেজনা থাকবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত।
সংখ্যা তত্ত্বের গণনা অনুযায়ী আর্জেন্টিনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা ১। মাঠের কৌণিক বিচারে বেশ কয়েকটি ভালো ফ্রি-কিক দেখতে পাওয়া যেতে পারে আর্জেন্টিনার পক্ষে।
বেশ কয়েকবার আর্জেন্টিনার গোলরক্ষককে পরীক্ষার মধ্যে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মাঠের মধ্যে খেলার পরিকল্পনা হঠাৎ বদল করে সুফল পাবে আর্জেন্টিনা দল।
মেসির পক্ষে গোলের দরজা খোলার মরিয়া চেষ্টা দেখা যাবে। তার সফল হবার সম্ভাবনাও যথেষ্ট।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪