ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সব মানুষ কেঁদেছে: রদ্রিগেজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
সব মানুষ কেঁদেছে: রদ্রিগেজ

ঢাকা: কলম্বিয়ার উইঙ্গার জেমস রদ্রিগেজ মনে করেন তারা সবটুকু দিয়েই চেষ্টা করেছিলেন ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্য। কিন্তু আপ্রান চেষ্টাও বিফলে গেলে তাদের বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে হয়েছে।



ফোর্তালেজার ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পরে কলম্বিয়ানরা। ব্রাজিলের হয়ে গোল করেন থিয়াগো সিলভা এবং ডেভিড লুইজ। আর কলম্বিয়ার হয়ে পেনাল্টির মাধ্যমে একমাত্র গোলটি করেন আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল (৬টি) করা জেমস রদ্রিগেজ।

২২ বছর বয়সী মোনাকোর এই স্ট্রাইকারকে ম্যাচ শেষে কাঁদতে দেখা যায়। কাঁদার কারণ হিসেবে রদ্রিগেজ বলেন, ‘আমি কেঁদেছি, কারণ আমরা ম্যাচে যা যা করা দরকার করেছি। আমরা সেমিফাইনালে যেতে ব্যর্থ হয়েছি। রেফারি সব ক্ষেত্রেই তার সঠিক সিদ্ধান্ত দেন নি। ’

ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের হয়ে গোল করা ডেভিড লুইজ রদ্রিগেজে দিকে এগিয়ে আসেন। তাকে জড়িয়ে ধরেন এবং নিজেদের জার্সি বদল করেন। এ প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, ‘লুইজ আমাকে অভিনন্দন জানানোর পাশাপাশি সমবেদনা জানিয়েছে। সে বলেছে তুমি ভাল খেলেছ। ’

দেশের হয়ে ২৭ ম্যাচে ১১ গোল করা রদ্রিগেজ আরো বলেন, ‘দেশের সব মানুষ কেঁদেছে। কিন্তু আমি খু্ব খুশি যে আমরা দেশকে একটা সম্মানের জায়গায় নিয়ে এসেছি। আমরা মাথা উচুঁ করে দেশে ফিরতে পারছি। সেমিতে উঠার জন্য আমরা নিজেদের সবটুকু ঢেলে দিয়েছি। আমি এমন একটা দলের জন্য গর্ব অনুভব করি। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ৫ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।