ঢাকা: আগের চারটি ম্যাচে করেছেন পাঁচ গোল। পঞ্চম ম্যাচ কয় গোল করে খোদ ব্রাজিলের বিশ্বকাপ মিশন থামিয়ে দেন সে নিয়ে উদ্বেগ ছিল স্বাগতিক শিবিরে।
ঘাসফড়িংয়ের সেই প্রচেষ্টার যে কমতি ছিল না তা নজরে পড়ে খেলার শেষ মুহূর্তে কলম্বিয়ার পাওয়া পেনাল্টির সময়।
প্রতিপক্ষের মিডফিল্ডার বাসাকে ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিও সিজার ডি-বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় কলম্বিয়া।
দলের হয়ে পেনাল্টি শুট আউটে আসেন হামেস রদ্রিগেজ। এ ‘নিশ্চিত’ গোল কে ঠেকাবে? মাঠে তখন স্বমহিমায় আবির্ভূত ওই ঘাসফড়িং।
তৎপর চিত্রগ্রাহকের ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যায়, সবুজ রঙা ঘাসফড়িংটি পেনাল্টি শটের সময় রদ্রিগেজের ডান হাতের জার্সির ওপর কামড়ে ধরে।
অবশ্য, ‘অতিমানব’ রদ্রিগেজের কাছে হার মানতে হয় ক্ষুদ্রকায় ঘাসফড়িংটিকে। কিন্তু তাতে কি? ম্যাচ শেষে তো নেইমার-অস্কার-লুইজদের মতো জয় নিয়েই মাঠ ছাড়ে ঘাসফড়িং।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪