ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাভাসের দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্য

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
নাভাসের দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্য ছবি: সংগৃহীত

কোস্টারিকার গোলরক্ষক নাভাসের দায়িত্বশীল দৃঢ়তায় রক্ষণভাগ কয়েকবার ভেদ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি নেদারল্যান্ড।

খেলার ২১ মিনিটের মাথায় ডিপের বাড়ানো পাস থেকে রবিন ভ্যান পার্সির বাম পায়ের শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দিয়ে গোলবঞ্চিত করেন ডাচদের।



পরবর্তী মিনিটে আবারো স্নেইডারের আক্রমণ রুখে দেন নাভাস। ৩৪ মিনিটে মাত্র ৬ গজ দূর থেকে কোস্টারিকার জনি অ্যাকোয়াস্টার ডান পায়ের শট গোলপোস্টের পাশ দিয়ে যায়।

৩৭ মিনিটে হলুদ কার্ড হজম করেন কোস্টারিকার জুনিয়র ডিয়াজ। এরপর ৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে করা স্রেইডারের লম্বা শট ডান দিকে ঝাপিয়ে নিরাপদে পার করে দেন গোলরক্ষক নাভাস।

খেলায় নাভাসের দৃঢ়তা ছাড়া কোস্টারিকানদের তেমন জ্বলে উঠতে দেখা না গেলেও গোলশূন্য থেকে গেল প্রথমার্ধ।

তিনবার বিশ্বকাপের ফাইনালে গিয়েও স্বপ্নের ট্রফি হাতে নিতে পারেনি ভাগ্য দেবির সাক্ষাত না পাওয়া নেদারল্যান্ডের মুখোমুখি হয়েছে দুই যুগ পর প্রথমবারের কোয়ার্টার ফাইনালে ওঠা কোস্টারিকা।

রোববার দিবাগত রাত ২টায় ব্রাজিলের সেলভাদর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দু’দল।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।