ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারের হৃদয়ছোঁয়া ভিডিও বার্তা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
নেইমারের হৃদয়ছোঁয়া ভিডিও বার্তা ছবি: সংগৃহীত

আমারো স্বপ্ন ছিলো বিশ্বকাপের ফাইনালে খেলার, দলকে চ্যাম্পিয়ন বানানোর। কিন্তু আমি এখন এর বাইরে- এ হৃদয়ছোঁয়া কথাগুলো বলছিলেন বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে ঝরে পড়া ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার।



শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে জুয়ান জুনিগারের হাঁটুর জোরালো আঘাতে ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় বার্সা স্টাইকার নেইমারের। এরপর তার সতীর্থদের প্রতি এ হৃদয়ছোঁয়া ভিডিও বার্তা দিয়েছেন।

দলের নির্ভরযোগ্য এ স্ট্রাইকারের ৪ গোলের কল্যাণে সেমিতে খেলা অনেকটা সহজ হয়েছে স্বাগতিক ব্রাজিলের। কিন্তু তার ইনজুরির কারণে মঙ্গলবার জার্মানির বিপক্ষে সেমিফাইনালে অনেকটা অন্ধকারাছন্ন মনে হচ্ছে।

ইনজুরি আক্রান্ত হওয়ার পর ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি ক্ষুদে ভিডিও বার্তা পাঠিয়েছেন নেইমার।

ভিডিও বার্তায় পর্তুগিজ ভাষায় কথা বলেছেন নেইমার। তবে বাংলানিউজের পাঠকদের সুবিধার্থে তা বাংলায় রূপান্তর করে লেখা হলো।
  
অশ্রুসজল চোখে নেইমার বলেন, আমি বিশ্বাস করি আমার সতীর্থদের দিয়ে সব সম্ভব। সুতরাং বিশ্বকাপের এ আসরে আমার চ্যাম্পিয়ন
হওয়ার স্বপ্নটা তারা সত্যি করবে। আমারো স্বপ্ন ছিলো বিশ্বকাপের ফাইনালে খেলা, কিন্তু এখন আমি এর বাইরে।

কিন্তু ঈশ্বরের সহায়তায় তারা এটা জিতবে, চ্যাম্পিয়ন হবে এবং আমিও তাদের সঙ্গে যাবো। পুরো ব্রাজিল উল্লাসে মেতে উঠবে।

গার্ডিয়ানের মতে, নেইমার যখন ব্রাজিলের ওই টিভি প্রোগ্রাম থেকে বের হচ্ছেন তখন উপস্থাপককেও চোখের জলে ভাসতে দেখা গেছে।

ব্লিচারের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার জন্য নেইমার এখন সাও পাওলোতে রয়েছেন। তার ক্লাব বার্সেলোনার চুক্তি অনুযায়ী সুস্থ্য হয়ে ২০১৪-১৫ মৌসুমের জন্য অনুশীলন দলে ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।