ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডি মারিয়ার বিশ্বকাপ মিশন শেষ!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
ডি মারিয়ার বিশ্বকাপ মিশন শেষ! ছবি: সংগৃহীত

ঢাকা: উরুর ইনজুরিতে পড়ে আর্জেন্টিনার মাঝমাঠের তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। কলম্বিয়া ডিফেন্ডারের নির্মম ফাউলের শিকার নেইমারের বিশ্বকাপ মিশন শেষ হয়ে ‍যাওয়ার ঠিক একদিন পরে আর্জেন্টাইন শিবিরেও নেমে এলো শোকের ছায়া।



শনিবার রাতে বেলজিয়ামের মুখোমুখি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে খেলতে নেমে ম্যাচের ৩৩ মিনিটে ইনজুরি আক্রান্ত হন ডি মারিয়া। ওই ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

রিয়েল ‍মাদ্রিদ ও আর্জেন্ট‍াইন তারকা ডি মারিয়ার এজেন্ট ‍এগেনিও লোপেজ আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে জানান, উরুর পেশীতে চির ধরায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ডি মারিয়া।

সেমিফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাওয়ার আগে ডি মারিয়ার ছিটকে পড়া আর্জেন্টিনার জন্য অভিশপ্ত এক সংবাদ হয়ে এলো। ‘মেসি নির্ভর’ আর্জেন্টিনার জন্য ডি মারিয়াকে হারানো আর্জেন্টিনার জন্য বিরাট এক আঘাত বলেই মানছেন ফুটবল বোদ্ধারা।
 
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেয়া বলেন, ডি মারিয়ার ইনজুরি আমাদের জন্য বিরাট ক্ষতি। মারিয়ার উরুর ইনজুরিতে আক্রান্ত হয়েছে, আগামীকাল ডাক্তারি পরীক্ষা করার পর তার পরিস্থিতি বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।