ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জানতাম গোল পাব: হিগুয়েন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
জানতাম গোল পাব: হিগুয়েন

ঢাকা: ২৪ বছর পর আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে নিয়ে আসা গঞ্জালো হিগুয়েন বলেছেন, তিনি জানতেন গোল পাবেন।

তিনি বলেন, আমি ছিলাম শান্ত ও নিরুদ্বেগ।

আমি জানতাম গোল পাব। আমি শুধু দলের জন্য আমার সেরাটা দিতে চেয়েছি।

তিনি আরো বলেন, অবশেষে আমি গোল পেয়েছি এবং দীর্ঘ সময় পর সেমিফাইনালে গিয়েছি। আমরা এটা উপভোগ করছি।

শনিবার ম্যাচের শুরুর দিকে তারই একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে দীর্ঘ দুই যুগ পর সেমিফাইনালের টিকিট পায় আলবিসেলেস্তেরা।

এ ম্যাচ জ্বলে ওঠেন আগের চার ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা নেপোলির এই স্ট্রাইকার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইনজুরি আক্রান্ত থাকলেও তাকে ‍মাঠে নামান সাবেলা। তবে মেসিকে যোগ্য সমর্থন দিতে তিনি ব্যর্থ হন।

এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ও নকআউটের ম্যাচেও নিজেকে খুঁজে পাচ্ছিলেন না গত বিশ্বকাপের একমাত্র হ্যাট্রিকের মালিক।

অবশেষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খোলস ছেড়ে বেড়িয়ে আসেন তিনি। ৯০ সালের পর প্রথমবারের মতো আর্জেন্টিনাকে সেমিফাইনালে নিয়ে যায় তার গোল। এই গোলের সুবাদে ম্যাচসেরাও হন হিগুয়েন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।