ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় সর্বোচ্চ দর্শকের ব্রাজিল বিশ্বকাপ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
দ্বিতীয় সর্বোচ্চ দর্শকের ব্রাজিল বিশ্বকাপ

ঢাকা: দর্শক উপস্থিতিতে রেকর্ড তালিকায় দ্বিতীয় শীর্ষস্থান দখল করল ব্রাজিল বিশ্বকাপ। জার্মানির ২০০৬ বিশ্বকাপের ৫২,৪৯১ টপকে চলতি বিশ্বকাপের দর্শকের গড় এখন ৫২,৭৬২ জন।



রোববার ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানায়, দর্শক উপস্থিতি তালিকায় এখনও সবার শীর্ষে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ। সে আসরে দর্শকের গড় উপস্থিতি ছিল ৬৮,৯৯১ জন।

নিয়মিত ঘোষণায় ফিফার ডেলিয়া ফিশার জানান, আমরা জানি যুক্তরাষ্ট্রের বড় ধারণ ক্ষমতার স্টেডিয়ামের কারণে ওদের রেকর্ডটি বেশ কিছুকাল স্থায়ী হবে।

এখন পর্যন্ত ৬০ ম্যাচে মোট দর্শক উপস্থিতি দাঁড়িয়েছে ৩,১৬৫,৬৯৩ জন। ম্যাচ প্রতি গড় উপস্থিতি দাঁড়াচ্ছে ৫২,৭৬২ জন। তবে, চলতি বিশ্বকাপে এখনও বাকি আছে চার ম্যাচ।

এর আগে, ‍ব্রাজিলে বিশ্বকাপের আসর বসেছিল ১৯৫০ সালে। সেবার ২২ ম্যাচে ৪৭,৫১১ গড়ে মোট দর্শক ছিল ১,০৪৫,২৪৬ জন। রেকর্ডটি টিকে ছিল ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।