ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে খেলার কোনো সুযোগ নেই নেইমারের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
বিশ্বকাপে খেলার কোনো সুযোগ নেই নেইমারের

ঢাকা: চলতি বিশ্বকাপে নেইমারের আর খেলার ‘কোনো সুযোগ’ নেই বলে জানিয়েছেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক হোসে লুই রানকো।

দেশটির প্রভাবশালী গ্লোবো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

  রানকো বলেন, নেইমার দলের সঙ্গে থাকতে পারবেন, কিন্তু মাঠে নামার কোনো সুযোগ নেই। আমরা এমন কিছু করতে চাই না যা তার জন্য ক্ষতিকর হবে।

তিনি আরও জানান, সুস্থ হতে নেইমারের চিকিৎসার প্রয়োজন। যদি সে ঝুঁকি নিয়ে খেলে, তবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে।

গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের খেলোয়াড় হুয়ান জুনিগারের অবৈধ ট্যাকলে মেরুদণ্ডে আঘাত পান নেইমার। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, নেইমারের থার্ড লাম্বার ভার্টিব্রা (এল থ্রি) অর্থাৎ কোমরের ওপরের তৃতীয় কশেরুকার কোথাও ফাটল আছে। মেরুদণ্ডকে সোজা রাখতে যে কশেরুকাগুলোয় সবচেয়ে বেশি চাপ পড়ে, থার্ড লাম্বার ভার্টিব্রা তাদের মধ্যে অন্যতম।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।