ঢাকা: সেমিফাইনালে জার্মানদের বিপক্ষে ম্যাচে সাইড বেঞ্চে বসে সতীর্থদের উৎসাহ যোগাতে থাকতে পারেন ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন এ সুপারস্টার।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাও স্টেডিয়ামে শুরু হচ্ছে নেইমার-সিলভা বিহীন ব্রাজিলের সঙ্গে পূর্ণ শক্তির জার্মানির লড়াই।
প্রধান স্ট্রাইকার ও প্রধান ডিফেন্ডার ছাড়া মানসিকভাবে খানিকটা পিছিয়ে থাকা ব্রাজিলকে উৎসাহ যোগাতে নেইমার দর্শক হিসেবে মাঠে থাকতে পারেন বলে এর আগে ইঙ্গিত দেন দলের চিকিৎসক হোসে লুই রানকো।
তবে এটা নেইমারের ব্যথার মাত্রার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
রানকো বলেন, যদি ব্যথা না থাকে, তিনি স্বস্তিবোধ করেন, তাহলে কোনো কিছুতেই নিষেধাজ্ঞা নেই।
কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার হাঁটুর ধাক্কায় মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন নেইমার। দলের চিকিৎসকদের ধারণা, নেইমারের পুরোপুরি সুস্থ হতে দেড় মাসেরও বেশি সময় লেগে যেতে পারে।
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪