ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

রোনালদো সর্বকালের সেরা পূর্ণাঙ্গ খেলোয়াড়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
রোনালদো সর্বকালের সেরা পূর্ণাঙ্গ খেলোয়াড়

ঢাকা: ব্রাজিলের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে টপকে গেছেন দ্য ফেনোমেনন খ্যাত রোনালদোর রেকর্ড। কিন্তু ব্রাজিল কিংবদন্তির রেকর্ড ভাঙলেও তাকে প্রশংসায় সিক্ত করতে ভুললেন না মিরোস্লাভ ক্লোসা।



জার্মানির প্রশিক্ষণ শিবির থেকে এক রিপোর্টারকে সম্প্রতি বললেন, তিনি একজন অসাধারণ খেলোয়াড় ছিলেন।

আরও যোগ করেন, আমি ইতালিতে খেলি। সেখানে সবাইকে বলতে শুনি, ইতালিতে খেলা সবচেয়ে সেরা খেলোয়াড় রোনালদো। আমার চোখে তিনি সর্বকালের সেরা পূর্ণাঙ্গ খেলোয়াড়।

এর আগে রোনালদো আমাকে মেসেজ করে জানিয়েছিলেন- ক্লোসা, ১৫ গোলের ক্লাবে স্বাগতম। এখন আমি লিখতে পারি, মিরোস্ল‍াভ ক্লোসা এখন ১৬ গোলের ক্লাবে এবং এই ক্লাবে সবাইকে স্বাগতম। জানান জার্মান ফরোয়ার্ড।

এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড ছিল রোনালদোর দখলে। চলতি বিশ্বকাপে ২ গোল করে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি ক্লোসা নিজের দখলে আনেন।

সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি। রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে জার্মানি- আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।