শঙ্কা ছিল কনকাকাফের ম্যাচ নিয়ে। প্রচণ্ড তুষারপাতের কারণে ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির ম্যাচ না হওয়ার গুঞ্জন চলছিল।
বিবৃতিতে কনকাকাফ জানায়, ‘খেলোয়াড় এবং দর্শক-সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্তটা দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে। ’
কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এদিকে তুষারপাতের কারণে গুঞ্জন ওঠে লিওনেল মেসি খেলবেন না ম্যাচটিতে। ফ্রাঙ্কো পানিজো নামের এক সাংবাদিক বিষয়টি জানায়। তবে এটি অস্বীকার করেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, ‘১০০ শতাংশ খেলার সম্ভাবনা মেসির। আমি নিশ্চয়তা দিচ্ছি লিও খেলবে। ’
এই ম্যাচ দিয়েই মহাদেশীয় প্রতিযোগিতায় অভিষেক হবে মায়ামির। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন একদিন অপেক্ষা করতে হচ্ছে কোচ মাসচেরানোর দলকে। দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী ২৫ ফেব্রুয়ারি মায়ামির চেজ স্টেডিয়ামে হবে। দুই লেগ মিলিয়ে জয়ী দলই শেষ ষোলোতে সুযোগ পাবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আরইউ