ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

গোল করে দলকে কৃতিত্ব দিলেন সানডে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, সেপ্টেম্বর ১৯, ২০২৫
গোল করে দলকে কৃতিত্ব দিলেন সানডে

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করল বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চ্যালেঞ্জ কাপের ফাইনালে মোহামেডান স্পোর্টিংকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল বর্তমান চ্যাম্পিয়নরা।

দলের জয়ে জোড়া গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে।

গত মৌসুমে মোহামেডানের জার্সি গায়ে নামা সানডে এবার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমে করলেন দুই গোল। ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি খুব খুশি। মৌসুমটা শুরু হলো একটি ট্রফি দিয়ে, যা সমর্থকদের জন্য দারুণ উপহার। এশিয়ান কাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। ’

মোহামেডানের বিপক্ষে গোল করা নিয়ে সানডে ছিলেন স্বতঃস্ফূর্ত, ‘এটা ফুটবল। আমি যে ক্লাবের হয়ে খেলি, তার জন্য লড়তে হয়। আগে মোহামেডানের হয়েছি, এখন বসুন্ধরার। জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

নিজের সাফল্যের চেয়ে দলের কৃতিত্বকেই বড় করে দেখছেন তিনি, ‘আমার গোল হয়েছে ঠিকই, কিন্তু এটা দলের সম্মিলিত প্রচেষ্টা। সবাই কঠোর পরিশ্রম করেছে—কোচ থেকে শুরু করে খেলোয়াড় সবাই। ’

বসুন্ধরায় যোগ দেওয়ার পর দারুণভাবে মানিয়ে নিয়েছেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড, ‘আমি সত্যিই উপভোগ করছি। এখানে আমার নতুন পরিবার আছে। টোনিওর মতো ভাইও পাশে আছে। আমার কাছে এটা এখন ঘরের মতো। ’

চ্যালেঞ্জ কাপ জিতে নতুন মৌসুম শুরু করল বসুন্ধরা কিংস। সামনে অপেক্ষা করছে এএফসি কাপসহ একাধিক চ্যালেঞ্জ। তবে সানডের পারফরম্যান্স সমর্থকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।