ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমরা প্রস্তুত; ফেসবুকে মেসি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
আমরা প্রস্তুত; ফেসবুকে মেসি

ঢাকা: আর্জেন্টিনা এবং জার্মানি মারাকানার ফাইনালে লড়বে বিশ্বশিরোপা ঘরে নিতে। দুই দল তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে লড়বে।

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি তার ফেসবুক পেজে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের জন্য এ ম্যাচ সম্পর্কে লিখেছেন। নিচে তা তুলে ধরা হলঃ

“আগামীকাল (রোববার) আমরা দেশের জন্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামব। আমার স্বপ্ন এবং আমার আশা পূরণ করতে কঠোর পরিশ্রম ও দলের জন্য ত্যাগ স্বীকার করে এ ম্যাচে সব কিছু দিয়ে খেলব। আমরা জানি এটা সম্ভব। আমাদের জনগন, আর্জেন্টাইনরা, তারা আমাদের এখানে নিয়ে এসেছে। কিন্তু আমাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। আগামীকাল আমরা জিততে চাই এবং এ জন্য আমরা প্রস্তুত। ”

তিনি তার একটি ছবিও যুক্ত করে দিয়েছেন।

এর আগে মেসি তার ফেসবুকে আরেকটি লেখা দিয়ে পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘বিশ্বকাপ ফাইনালের আর ৪০ ঘণ্টার কম সময় রয়েছে। মারাকানার এ ফাইনালে লিও (মেসি) সব কিছু দিয়ে খেলবে। ’

এর আগে এ দুই দলের ২০ বারের লড়াইয়ে ৯ বার জিতেছিল আর্জেন্টিনা। জার্মানি জিতেছিল ৬ বার। বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।