ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জার্মানির লাকি সেভেন!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
জার্মানির লাকি সেভেন!

সাত নম্বরকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। আর তাইতো ব্রাজিল বিশ্বকাপে লাকি সেভেনের ওপর ভর করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জার্মানি।



মিলিয়ে নেওয়া যাক কিভাবে লাকি সেভেনে ঘুরপাক করছে জার্মানি।

‘জি’ ইংরেজি ৭ নম্বর ওয়ার্ড এবং জার্মানি লিখতেও শুরুতেই জি আসে। জার্মানি নামটার মধ্যে ৭টি (Germany) শব্দ এবং তারা খেলেছেও গ্রুপ ‘জি’ অথবা ৭ এ।

লাকি সেভেনের আরো অনেকগুলো অন্তমিল রয়েছে। যেমন, গ্রুপ পর্বে জার্মানি ৭ পয়েন্ট নিয়ে এবং মোট ৭ গোল (পর্তুগালকে ৪টি, ঘনাকে ২ এবং যক্তরাষ্ট্রকে ১টিসহ মোট ৭টি গোল করে) করে নকআউটে যায়।

ব্রাজিলের বিপক্ষে জার্মানি ৭ গোল করে। তাও আবার সাত নম্বর মাসে। জার্মানি-আর্জেন্টিনার বিশ্বকাপের জয় এক করলেও সাত হয়।

তাই বলাই যায় এ লাকি সেভেনের ঘুরপাক খেতে খেতে অবশেষে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো জামার্নি।

বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা, জুলাই ১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।