ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

মেসি গোল্ডেন বল পাওয়ার যোগ্যই ছিল: সাবেলা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
মেসি গোল্ডেন বল পাওয়ার যোগ্যই ছিল: সাবেলা

ঢাকা: সদ্য সমাপ্ত বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ জিততে না পারলেও মেসি এ পুরস্কারের যোগ্য বলে মানছেন আর্জেন্টাইন কোচ আলজান্দ্রো সাবেলা।



বিশ্বমঞ্চের আসরে সেরা খেলোয়াড় হওয়া মেসি সম্পর্কে স্যাবেলা বলেন, ‘আমি বিশ্বাস করি মেসি আগেই বিখ্যাত খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছে। টুর্নামেন্টে আসার আগেও সে সেরা ছিল, এখানে এসেও সে তার সেরা ফর্ম ধরে রেখেছিল। ’

চারবারের ব্যালন ডি’অর জেতা মেসিকে নিয়ে গর্বিত এ কোচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, ‘আমি মনে করি মেসি গোল্ডেন বল পাওয়ার যোগ্যই ছিল। সে বিশ্বকাপে অসাধারণ খেলেছে। ফাইনালে দলকে তুলে আনতে মেসি অবদান ছিল অনেক। ’

দেশের জার্সি গায়ে মেসি খেলেছেন ৯৩টি ম্যাচ। গোল করেছেন ৪২টি। এছাড়া তিনি বার্সেলোনার হয়ে খেলেছেন ২৭৭টি ম্যাচ। যেখানে তার গোল সংখ্যা ২৪৩টি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।