ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

মেসি গোল দিলে খুশি হতাম!

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
মেসি গোল দিলে খুশি হতাম!

ঢাকা: ‘নিজের দল’ ব্রাজিল সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর্জেন্টিনা আর ফুটবল খেলার প্রতি ভালবাসার কারণেই রাত জেগে খেলা দেখেছেন প্রধানমন্ত্রী, আবার সকালেই যোগ দিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে।



ফুটবলের বিশ্ব আসরে বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ১টায় শুরু হওয়া আর্জেন্টিনা ও জার্মানি ফাইনাল খেলায় নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোনো দলই। অতিরিক্ত সময়ে ১১৩ মিনিটে জার্মানির ১৯ নম্বর জার্সিধারী গোৎজের গোলে এগিয়ে ১-০ গোলে জয় পায় ইউরোপের দেশ জার্মানি।

সোমবার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভার নির্ধারিত বৈঠক শুরু হয়। এ বৈঠকের শুরুতে প্রসঙ্গ উঠে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ম্যাচ নিয়ে।

মন্ত্রিসভার একজন সদস্য জানতে পারেন প্রধানমন্ত্রী ফাইনাল খেলাটি দেখেছেন।

ওই সদস্য বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্রিসভার একজন সদস্য বলেছেন, আপনার দলতো (ব্রাজিল) আগেই হেরেছে। এরপরও...।
 
তিনি বলেন, ‘তখন প্রধানমন্ত্রী বলেন, আগে হারলে কী হবে, খেলার প্রতি ভালবাসা আছে না! মেসির আর্জেন্টিনা গোল দিলে খুশি হতাম, মেসির প্রতি একটা
প্রত্যাশা তো ছিলই’।

‘এসময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ঠাট্টা করে বলেন, মেসি একটা ফাউল..., কারণ গোল করতে পারেনি। ’—বলেন মন্ত্রিসভার এই সদস্য।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে মেসিপ্রীতির প্রতি কণ্ঠ মেলান মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্য।

মন্ত্রিসভার ওই সদস্য বলেন, সবাই বলাবলি করছিলেন, আর্জেন্টিনা গোল দিলেই খুশি হতেন।

বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলেরই সমর্থক বেশি। প্রধানমন্ত্রী ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ব্রাজিলের সমর্থক।

মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত ৭টি এজেন্ডা ছাড়াও বিশ্বকাপ ফুটবল এবং ভারতের সঙ্গে সমুদ্র বিজয়ের প্রসঙ্গ আলোচনায় উঠে।

১২০ মিনিটের ম্যাচ, শিরোপার অনুষ্ঠান ছাড়াও পপ তারকা শাকিরার সঙ্গীত পরিবেশনায় প্রায় সারা রাতই টিভি পর্দায় ছিল সবার চোখ।

মন্ত্রিসভার একজন সদস্য মন্ত্রিপরিষদ মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞাকে রসিকতার সুরে বলেন, আজ বৈঠক না দিলে হতো না?
এ নিয়ে হাসাহাসিও করেন দুইজন।

** ব্রাজিলের সমর্থক প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।