ঢাকা: বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী মোঃ সালাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসছে। অভিযোগে বলা হয় বাফুফের অর্থ দিয়ে তিনি ঘরের বাজারও করেন।
বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আমি গণ্ডগোল বা নাটক করতে চাচ্ছি না। আমি শুধুমাত্র ফুটবল নিয়ে কাজ করতে চাই। ’
অভিযোগকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, ‘বলা হচ্ছে ফিফা ও এএফসি’র অর্থ আমি ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছি। এ ব্যাপারে আপনারা অনুসন্ধান করুণ। যদি কিছু বের করতে পারেন আমি জেলে যেতে প্রস্তুত। আর যদি প্রমাণ করতে না পারেন তবে এমন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আপনাদের মাফ চাইতে হবে। ’
নিজের সম্পর্কে জানাতে গিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘আমি কোন পরিবার থেকে এসেছি আপনাদের জানা দরকার। আমি এবং আমার চাচা স্বাধীনতা পুরস্কার পেয়েছি। আমি ফুটবলে ও আমার চাচা বিজ্ঞানী হিসেবে। আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বর্তমানে আমি সাফের প্রেসিডেন্ট। ’
অভিযোগকারীদের উদ্দেশ্যে তিনি যোগ করেন, ‘আপনারা বলেছেন আমি চোর। বাফুফের টাকায় ঘরের বাজার করি। আপনারা কি ভেবেছেন আপনাদের গালির উত্তরে আমি গালি দিতে জানি না। আমিও ফুটবল খেলেছি। গালি আমিও জানি। তবে আমি ভদ্র পরিবার থেকে এসেছি। তাই আমার ভেতর ভদ্রতা রয়েছে। ’
আগামী ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমি সবাইকে আগামী ৩০ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণের জন্য আহবান জানাচ্ছি। আশাকরি এ সময় সবাই উপস্থিত থাকবেন। ’
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৬
এমএমএস/এএইচএল
** তৃতীয়বারের মতো সভাপতি হতে চান সালাউদ্দিন