ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর রেকর্ডের রাতে ম্যানসিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৮, এপ্রিল ২০, ২০১৬
আগুয়েরোর রেকর্ডের রাতে ম্যানসিটির হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন সার্জিও আগুয়েরো। তবে আর্জেন্টাইন তারকার রেকর্ড গড়ার রাতে কপাল পুড়ে ম্যানচেস্টার সিটির।

মৌসুমের শেষদিকে এসে মূল্যবান দু’টি পয়েন্ট হাতছাড়া করে সিটিজেনরা। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্রয়ের হতাশায় ডোবে ম্যানসিটি।

সেন্ট জেমস পার্কে খেলা শুরুর ১৪ মিনিটে আলেক্সান্ডার কোলারভের ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়িয়েই গোল উৎসবে মাতেন ‍আগুয়েরো। এটি ছিল তার একশতম ইংলিশ লিগ গোল। একইসঙ্গে ম্যানসিটির জার্সি গায়েও।

তবে আগুয়েরোর উল্লাস ম্লান করতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। ৩১ মিনিটের মাথায় ডাচ ডিফেন্ডার ভার্নন আনিতার গোলে ম্যাচে ফেরে নিউক্যাসল। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর নিউক্যাসলের গোলমুখে আক্রমণের ধার বাড়ায় ভিজিটররা। কিন্তু, প্রথমার্ধের স্কোরলাইনটাই ম্যাচের ফলাফল নির্ধারক হয়ে থাকে। নির্ধারিত সময়ের আগে জয়সূচক গোলের দেখা পাননি আগুয়েরো-ডি ব্রুইন-রাহিম স্টার্লিংরা। ম্যাচ শেষে তাই একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়েন ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

পয়েন্ট খোঁয়ালেও তৃতীয় অবস্থানটা ধরে রেখেছে ম্যানসিটি। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৬১। কিন্তু ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে জয় পেলেই সিটিজেনদের হটিয়ে তিনে উঠে যাবে আর্সেনাল (৩৩ ম্যাচে ৬০ প.)। সমান ম্যাচে মাত্র ২৯ পয়েন্টে ১৯ নম্বরে থেকে অবনমন অঞ্চলে নিউক্যাসল। মৌসুম শেষে শীর্ষ ১৭টি দলের বাইরে থাকা তিনটি ক্লাব পরবর্তী আসরে অংশ নিতে পারবে না।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।