ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিরতি লেগে মুখোমুখি জামাল-তামপাইনস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
ফিরতি লেগে মুখোমুখি জামাল-তামপাইনস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: এএফসি কাপ ফুটবলে নিজেদের পঞ্চম ম্যাচে সিঙ্গাপুরের ক্লাব তামপাইনস রোভারসের বিপক্ষে মাঠে নামবে শেখ ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।

 

এএফসি কাপের এবারের আসরে শেখ জামালের পারফরমেন্স খুবই হতাশাব্যঞ্জক। টুর্নামেন্টের শুরু থেকে এই পর্যন্ত তারা ম্যাচ খেলেছে ৪টি। কিন্তু কোনটিতে জয় না পাওয়ায় পয়েন্টশূন্য থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের। এবার দলটির সামনে একটাই লক্ষ্য আর সেটা হলো সিঙ্গাপুরের বিপক্ষে হোম ভেন্যুর এই ম্যাচটি থেকে পয়েন্ট সংগ্রহ করা।

সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে তেমনটিই জানালেন কোচ শফিকুল ইসলাম মানিক। তবে দলের প্রয়োজনীয় ফুটবলারদের অনুপস্থিতি তাকে ভাবাচ্ছে। শুধু তাই নয়, প্লেয়ার রেজিস্ট্রেশনের জটিলতায় ক্লাবটি তাদের প্রত্যাশিত খেলোয়াড়দের না পেয়ে এই ম্যাচে ভাল ফলাফল নিয়েও শঙ্কায় আছে।

সিঙ্গাপুরের ক্লাব তামপাইনস রোভারসের বিপক্ষে ম্যাচের আগে সবাদ সম্মেলনে জামালের কোচ জানান, ‘এএফসি কাপ নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্ত ফুটবলারদের ইনজুরি, ফুটবলার সংকট ও রেজিস্ট্রেশন জটিলতার কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আর সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি আমাদের জন্য কঠিন। কেননা তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করতে এই ম্যাচে মাঠে নামবে আর আমরা ফুটবলারদের অভাবে সেই চ্যাম্পিয়নের লড়াইয়ে নেই। ’

পায়ের ইনজুরির কারণে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারবেন না শেখ জামাল অধিনায়ক ওয়েডসন ও এমেকা ডার্লিংটন। আর লাল কার্ডের কারণে খেলতে পারছেন না দলের আরেক ‍গুরুত্বপূর্ণ খেলায়াড় জামাল ভুঁইয়া। সঙ্গত কারণেই ম্যাচের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট নন কোচ মানিক, ‘এএফসি কাপের মতো এতবড় আন্তর্জাতিক ম্যাচে যে প্রস্তুতি নিয়ে নামার কথা ছিল প্লেয়ারদের রেজিস্ট্রেশনের জটিলতার কারণে আমরা ততটুকু প্রস্তুতি নিয়ে খেলতে পারছি না। এটা আমাদের দলের ভাল ফলাফলের জন্য অনেক বড় অন্তরায়। ’

তারপরেও জামাল কোচ স্বপ্ন দেখছেন ম্যাচের দিন দলীয় পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করে হোম ভেন্যুর বাড়তি সুবিধা নিতে। তার শিষ্যরা জয় না হোক, কমপক্ষে ড্র করে একটি পয়েন্ট হলেও তুলে নেবে।

এদিকে প্রতিপক্ষ হিসেবে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে যোজন যোজন দূর এগিয়ে। চার ম্যাচে দুই জয়, এক হার ও এক ড্র’তে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে কোচ সুন্দরম মুর্থির দল। আর গত চার ম্যাচের দুই জয়ের ধারাবাহিকতা তারা ধরে রাখতে চাইছে এই ম্যাচেও। শেখ জামালের বিপক্ষে এই ম্যাচে জয় পেতে দলটির সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে গেল ২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি। যেখানে নিজেদের মাঠে অধিনায়ক মুস্তাফিস ফারউদিনের দল স্বাগতিক হিসেবে মাঠে নেমে শেখ জামালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল।

সিঙ্গাপুরের দলটির কোচ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানান, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি এটি শেখ জামালের জন্য হোম ম্যাচ, তাই জয় আমাদের জন্য খুব সহজ হবে না। কিন্তু আমরা জয়ের জন্যই খেলবো। ’

এদিকে শেখ জামালের মতো রোভারসেরও দলে কয়েকজন ফুটবলার ইনজুরি থাকায় তারাও পূর্ণশক্তি নিয়ে আসতে পারেনি। তারপরেও জয়ের বিকল্প কিছুই ভাবতে চাইছেন না আতিথ্য নেওয়া কোচ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।