ঢাকা: ইউরো ২০১৬কে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স। স্কোয়াডে নেওয়া হয়েছে দিমিত্রি পায়েত ও এন’গোলো কান্তেকে।
এদিকে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না লা ব্লুজদের সেরা তারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের এ স্ট্রাইকার সতীর্থ ফুটবলার ম্যাথিউ ভ্যালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় দল থেকে নিষিদ্ধ রয়েছেন।
এবারের ইউরোতে স্বাগতিক হিসেবে খেলবে ফ্রান্স। আগামী ১০ জনু থেকে এক মাস ব্যাপি টুর্নামেন্টটি শেষ হবে ১০ জুলাইয়ে। ২৪ দলের অংশগ্রহনে এবারের আসরে মোট ভেন্যু থাকছে ১০টি।
ফ্রান্স খেলবে গ্রুপ ‘এ’ থেকে। এই গ্রুপে অন্যদলগুলো হলো রোমানিয়া, আলবেনিয়া ও সুইজারল্যান্ড।
ইউরো ২০১৬ ফ্রান্স দল:
গোলরক্ষক: হুগো লোরিস, স্টিভ ম্যানদান্দা, বেনোইত কোস্টিল।
ডিফেন্ডার: রাফায়েল ভারানে, লরেন্ট কোসচিলিনি, বাসেরে সাগান, প্যাট্রিক এভরা, ইলিয়াকুয়ে মঙ্গলা, জেরেমি ম্যাথিউ, ক্রিস্টফে জালেট, লুকাস ডিগনে।
মিডফিল্ডার: পল পগবা, ব্লেইস মাতুইদি, লাসানা দিয়ারা, মুসা সিসোকো, এন’গোলো কান্তে, ইয়োহান কাবায়ে।
ফরোয়ার্ড: অ্যান্তোনিও গ্রিজম্যান, অ্যান্থনি মার্শাল, অলিভার জিরুদ, দিমিত্রি পায়েত, কিংসলে কোম্যান, আন্দ্রে পিয়েরে জিগনাক।
স্ট্যান্ডবাই তালিকা: আফন্সে আরেয়োলা, হাতেম বেন আরফা, কেভিন গামেরিও, আলেকজান্দ্রো ল্যাকাজেটে, আদ্রিয়েন রাবিয়ট, মরগান স্চেনেডারলিন, ডিজিবরিল সিদিবে, স্যামুয়েল উমতিতি।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ১৩ মে, ২০১৬
এমএমএস