ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা তৃতীয় ইউরোপা ট্রফি জিতলো সেভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ১৯, ২০১৬
টানা তৃতীয় ইউরোপা ট্রফি জিতলো সেভিয়া ছবি:সংগৃহীত

ঢাকা: লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড টানা তৃতীয় ইউরোপা লিগের শিরোপা ঘরে তুললো সেভিয়া। ম্যাচে লিভারপুল প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত কোকের জোড়া গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইয়র্গান ক্লপের শিষ্যদের।

বুধবার রাতে নিরপেক্ষ ভেন্যু বাসেলের ফাইনালে মুখোমুখি হয় দু’দল। তবে খেলার ৩৫ মিনিটে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে লিড এনে দেন ড্যানিয়েল স্টুরিজ। পরে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় অল রেডসরা।

বিরতির পর এক মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে স্প্যানিশ ক্লাব সেভিয়া। কেভিন জামেইরোর দুর্দান্ত গোলে সমতায় ফেরে দলটি।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করা লিভারপুল দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে। আর এই সুবিধাই কাজে লাগায় সেভিয়া। খেলার ৬৪ ও ৭০ মিনিটে জোড়া গোল করেন সেভিয়া তারকা কোকে। আর এ গোল দুটিই শেষ পর্যন্ত দলটিকে ৩-১ গোলের জয় এনে দেয়।

ইউরোপা লিগের ফাইনাল জয়ের ফলে আগামী চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করলো সেভিয়া।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ১৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।