ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর ১২ বছরের পর্তুগিজ রেকর্ড ভেঙে দিলেন রেনাতো সানচেজ। পর্তুগালের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে বড় কোনো টুর্নামেন্টের দলে ডাক পেয়ে এমন কীর্তি অর্জন করেছেন উদীয়মান এ মিডফিল্ডার।
পর্তুগালের জার্সি গায়ে এখন পর্যন্ত দু’টি আন্তর্জাতিক ম্যাচ (বুলগেরিয়া ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচ) খেলেছেন সানচেজ। এ বছরের মার্চে বুলগেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তার জাতীয় দলে অভিষেক ঘটে।
গত বছরের অক্টোবরে বেনফিকার মূল দলে অভিষিক্ত হন সানচেজ। দলকে লিগ শিরোপা এনে দেওয়ার পেছনে মিডফিল্ডে কার্যকরী ভূমিকা রাখেন তিনি। ১৮ বছর বয়সী সানচেজের পারফরম্যান্স ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর নজর কাড়ে।
কিন্তু, বায়ার্ন মিউনিখ সানচেজকে দলে ভেড়ানোর দৌড়ে জয়ী হয়। গত ১০ মে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সম্ভাবনাময় এ মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করে জার্মান চ্যাম্পিয়নরা। তবে তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত থাকলে অঙ্কটা ৮০ মিলিয়ন ইউরোয় ঠেকবে বলে জানা যায়।
সানচেজের বয়স এখন ১৮ বছর দশ মাস। পর্তুগালের ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জাতীয় দলের বড় কোনো ইভেন্টের দলে সুযোগ পেয়েছেন। ইউরো স্কোয়াডে ডাক পাওয়ার মধ্য দিয়েই তিনি স্বদেশী তারকা রোনালদোর রেকর্ড ভেঙেছেন।
পর্তুগালে অনুষ্ঠিত ২০০৪ ইউরো শুরুর আগে স্বাগতিকদের স্কোয়াডে সুযোগ পেয়ে ওই সময়ের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের পর্তুগিজ রেকর্ড গড়েছিলেন রোনালদো। সিআর সেভেনের তখন বয়স হয়েছিল ১৯ বছর চার মাস।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমআরএম
** রোনালদোর পর্তুগালের ইউরো স্কোয়াড