ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সা প্রেসিডেন্টের কোপা ফাইনাল বয়কট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
বার্সা প্রেসিডেন্টের কোপা ফাইনাল বয়কট ছবি: সংগৃহীত

ঢাকা: কাতালান পতাকা নিষিদ্ধ করার প্রতিবাদে কোপা দেল রের ফাইনালে উপস্থিত থাকবেন না বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ! বার্সার ভাইস প্রেসিডেন্ট কার্লোস ভিলারুবি সেরকম ইঙ্গিতই দিয়েছেন। মাদ্রিদ সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে কাতালানরা।

আগামী রোববার (২২ মে) ঘরোয়া ‘ডাবল’ জয়ের লক্ষ্যে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা। অ্যাতলেতিকো মাদ্রিদের হোম ভেন্যু ভিসেন্তে কালদেরনে কোপা দেল রের হাইভোল্টেজ ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায়।

কোপা দেল রের গতবারের ফাইনালে স্টেডিয়ামে কাতালান পতাকা আনায় বার্সার ওপর জরিমানা আরোপ করে উয়েফা। এবার মাদ্রিদ গভর্নর কনসেপসন ড্যানকাউসা নিশ্চিত করেছেন, এবারের আসরের ফাইনালে কাতালান পতাকা সম্পূর্ণ নিষিদ্ধ।

এক বিবৃতিতে বার্সা মাদ্রিদ সরকারের এমন সিদ্ধান্তকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছে। যেখানে কোপা দেল রের ফাইনালে বার্তোমেউর অনুপস্থিত থাকার ইঙ্গিত দেন ভিলারুবি।

ভিয়ারুবি উল্লেখ করেন, ‘কোপা দেল রের ফাইনালে প্রেসিডেন্টের (বার্সা) না থাকাটা বিবেচনা করা যায়। এটা নিশ্চিত যে, মাঠে খেলোয়াড়রা ডাবল জয়ের সর্বোচ্চ চেষ্টাই করবে। ফাইনাল না খেলাটা বার্সেলোনার জন্য যথাযোগ্য হবে না। যদি আমরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে চাই, আমরা তা করবো। ’

মাদ্রিদ সরকারের কাতালান পতাকা নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে বার্সার আপিল করার সম্ভাবনার কথাও জানান ভিলারুবি, ‘এটা একটা দুঃখজনক সিদ্ধান্ত যেটা স্পোর্টিং স্পিরিটকে বিকৃত করেছে। এর বিরুদ্ধে আপিল করা যেতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।