ঢাকা: বরাবরের মতোই বার্সেলোনার প্রশংসা করে আসছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলে। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন তিনবারের বিশ্বকাপ জয়ী।
এক সাক্ষাৎকারে পেলে বলেন, ‘যদি এ মুহূর্তে কোনো টিমের হয়ে খেলার সুযোগ থাকতো আমি বার্সাকেই বেছে নিতাম। এখানে একজন খেলোয়াড় আছে যে খুবই ভালো, কিন্তু তার সতীর্থদের সাপোর্ট প্রয়োজন। যাকে আমি খুবই পছন্দ করি। ’
অর্থাৎ, লিওনেল মেসির কথাই বলেন ৭৫ বছর বয়সী পেলে। অবশ্য এ আর নতুন কী! এর আগেও বার্সার আর্জেন্টাইন তারকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
পেলের দৃষ্টিতে মেসিই বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়, ‘বর্তমানে সেরা ফুটবলারদের মধ্যে মেসিই সর্বশ্রেষ্ঠ। সে আমার প্রিয় খেলোয়াড়। ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে মেসির খেলার ধরন ভিন্ন। নেইমার সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় যে বার্সায় খেলছে। কিন্তু প্রত্যেক খেলোয়াড়ই অন্য রকম। ’
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমআরএম
** আমি রাজা হলে মেসি রাজপুত্র: পেলে