ঢাকা: পানামাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ প্রস্তুতিটা ভালোই সেরে নিলো ব্রাজিল। দলের হয়ে একটি করে গোল করেন জোনাস ও গ্যাব্রিয়েল বারবোসা।
রিকার্ডো অলিভিরার ইনজুরির কারণে এ ম্যাচে সুযোগ পান জোনাস। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ২০১১ সালের পর সেলেকাওদের হয়ে প্রথম গোল করেন তিনি। খেলার মাত্র ২ মিনিটেই তার শটে এগিয়ে যায় ব্রাজিল। তিনি সর্বশেষ মিশরের বিপক্ষে জোড়া গোল করেছিলেন।
এদিকে অভিষিক্ত গ্যাব্রিয়েলের ৭৩ মিনিটের গোলে ২-০তে এগিয়ে যায় দুঙ্গার শিষ্যরা। আর কোপার বিশেষ আসরে গ্রুপ পর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে শেষ পর্যন্ত দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে দলটি।
কোপার শতবর্ষ উপলক্ষ্যে আসরটি এবার বসছে যুক্তরাষ্ট্রে। গ্রুপ ‘বি’তে ইকুয়েডর ছাড়াও ব্রাজিল খেলবে হাইতি ও পেরুর বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এমএমএস