ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোতে নাপোলি ছেড়ে লিভারপুলে যোগ দিতে চান আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন। অল রেডসরা পরবর্তী মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতায় নাম লেখাতে ব্যর্থ হলেও অ্যানফিল্ডে পাড়ি জমাতে আগ্রহী ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার।
ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিরর’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, সাম্প্রতিক সময়ে হিগুয়েইনের আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে এবার হিগুয়েইন নিজেই নাকি লিভারপুলের জার্সি গায়ে জড়াতে আগ্রহী হয়ে উঠেছেন।
২০১৫-১৬ মৌসুমে ৩৫ লিগ ম্যাচে ৩৬টি গোল করেন হিগুয়েইন। যেখানে তার ক্লাব চ্যাম্পিয়ন জুভেন্টাসের পর দ্বিতীয় স্থানে থেকে মৌসুম করে। অন্যদিকে, পয়েন্ট টেবিলে আট নম্বরে থেকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোয়ালিফাইংয়ের দৌড়ে ছিটকে পড়ে ইংলিশ জায়ান্টরা।
জানা যায়, নতুন করে দল গড়ার দিকে দৃষ্টি রাখছেন লিভারপুল কোচ ইয়োর্গেন ক্লপ। তবে এখনো হিগুয়েইনকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি অল রেডসরা। নাপোলির সঙ্গে আর্জেন্টাইন স্ট্রাইকারের চুক্তির মেয়াদ শেষ হতে আরো দু’বছর বাকি। ২০১৩ সালে তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে পাড়ি জমান। লা লিগা, সিরি আ’র পর হিগুয়েইনের ইংলিশ লিগে খেলা হবে কিনা সেটিই এখন দেখার অপেক্ষা!
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এমআরএম