ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেনে মেসির বিচার শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জুন ১, ২০১৬
স্পেনে মেসির বিচার শুরু

ঢাকা: কোপা আমেরিকায় আসন্ন আসরে নিজেদের সেরাটা দিয়ে দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা ঘোঁচাতে চান আর্জেন্টিনার দলপতি লিওনেল মেসি। তবে, শিরোপা জেতার দৌড়ে এগিয়ে থাকা আর্জেন্টাইন দলপতিকে তার মিশন শুরুর আগে আদালতে দৌড়াতে হচ্ছে।

মেসির অনুপস্থিতিতেই শুরু হয়েছে কর ফাঁকির বিচার কার্য।

 

মেসির বিরুদ্ধে প্রায় পঞ্চাশ লাখ ডলার কর ফাঁকি মামলার বিচার শুরু হয়েছে স্পেনে। বিবিসি জানিয়েছে, বিচারকাজ তিন দিনের মতো চলবে।

 

বার্সেলোনার আদালতে কর ফাঁকির মামলায় মেসি এবং তার বাবার নামে অভিযোগের ভিত্তিতে বিচার শুরু হয়েছে। অভিযোগে বলা হয়, বেলিজ এবং উরুগুয়েতে কয়েকটি প্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজ-পত্র তৈরি করে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখ ডলার ফাঁকি দিয়েছেন মেসি এবং তার বাবা জর্জ মেসি।

কর ফাঁকির মামলায় জড়ানো মেসিকে ০২ জুন আদালতে উপস্থিত হতে হবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। মেসির বিরুদ্ধে আনা কর ফাঁকির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতেই আদালতে হাজির হতে হবে বার্সেলোনার এই তারকাকে।

২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে মেসি ও তার বাবা জর্জ মেসি ৪.১ মিলিয়ন ইউরো (৪.৬ মিলিয়ন পাউন্ড) কর ফাঁকি দিয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে আদালত থেকে তাদের সময় বেধে দেওয়া হয় ৩১ মে থেকে ০৩ জুন পর্যন্ত। তবে, প্রথম দিনের বিচার শুনানিতে মেসি অনুপস্থিত ছিলেন।

স্পেনের রাজস্ব কর্তৃপক্ষ থেকে জানানো হয়, কুয়েত ফুড কোম্পানি, ডানোন, এডিডাস, পেপসি, প্রকটর অ্যান্ড গ্যাম্বেলের মত বড় বড় প্রতিষ্ঠানের স্পন্সরশীপ থেকে মেসি যে আয় করেছেন তার বড় একটা অংশের কর রাজস্ব খাতে তিনি বা তার পরিবার জমা দেননি।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, ০১ জুন ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।