ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমার থেকেও বড় অ্যাথলেট আলী: পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ৪, ২০১৬
আমার থেকেও বড় অ্যাথলেট আলী: পেলে

ঢাকা: শতাব্দীর সেরা ক্রীড়াবিদ বক্সার ‘দ্য গ্রেটেস্ট’ মুহাম্মদ আলীর প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। বিবৃতি-ক্ষুদে বার্তায় মুহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছেন বিশ্বের নেতা ও তারকা ব্যক্তিত্বরা।

তারা একইসঙ্গে সমবেদনা জানাচ্ছেন প্রয়াত মুহাম্মদ আলীর পরিবার ও শুভানুধ্যায়ীদেরও।

ব্রাজিলের ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে মুহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করেছেন। ৭৪ বয়সে না ফেরার দেশে চলে যাওয়া এই বক্সারকে নিজের থেকেও সেরা অ্যাথলেট হিসেবে দেখতেন ফুটবলের ‘কালো মানিক’। পেলে এবং আলী দু’জনই ভালো বন্ধু ছিলেন। পেলের খেলা দেখতে যেতেন আলি, পেলেও আলির খেলা দেখতে গিয়েছিলেন অনেক বার।

আলী প্রসঙ্গে পেলে জানান, সে একটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের ব্যক্তি। সব সময় আমার এই বন্ধু মজা করতে ভালোবাসতো। তাকে সব সময় দেখেছি অন্যকে সম্মান দিয়ে কথা বলতে। আমরা বহুবার একসঙ্গে ডিনার করেছি। সে আমাকে প্রায়ই জ্বালাতন করতো। আমার প্রতি সম্মান রেখেই বলতো ‘আমি তোমার থেকেও বড় অ্যাথলেট’। সত্যিই সে আমার থেকেও বড় তারকা।

শনিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বক্সিং কিংবদন্তির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে যেন শোকের ভারে নুয়ে পড়েন পেলে। নিউইয়র্ক কসমসের হয়ে খেলার সময় পেলের খেলা দেখতে মাঠে উপস্থিত হতেন আলী।

পেলে আরও জানান, ক্রীড়া বিশ্ব এমন একজন তারকাকে হারালো যা পুষিয়ে দেওয়া কষ্টকর। সে শুধু আমার বন্ধুই ছিল না, সে আমার আদর্শ ছিল, আমার স্বপ্নের নায়ক ছিল। আমরা প্রচুর সময় একসঙ্গে কাটিয়েছি। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। তার মৃত্যু আমাকে শোকাহত করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন শান্তিতে থাকে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

বিশ্বনেতা ও তারকা ব্যক্তিত্বরা আলীর মৃত্যুতে সববেদনা জানাচ্ছেন। ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা আলীর আত্মার শান্তি কামনা করছেন।

ফ্রান্সের কিংবদন্তি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান, জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি, রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তি, দিদিয়ের দ্রগবা, বোয়েতাং, হাভিয়ের মাশ্চেরানো, ক্লদিও মারচিশিয়ো, পল পগবা, লুকাস পোডলস্কি, আরদা তুরান, এডিন জেকো, আরবেলোয়া, ইভান রেকিটিক, ক্রিস স্মলিং, সামি খেদিরা, সেস ফ্যাব্রেগাসদের মতো তারকারা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এমআরপি

**
বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।