ঢাকা: ইউরো আসরে নামার আগে জয় সঙ্গী হলো জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনের। প্রীতিম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে সুইডিশরা।
গোলমেশিন ইব্রা গোল না পেলেও প্রথম গোলের যোগানদাতা ছিলেন তিনি। দলের সেরা এই তারকা ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। খেলার ৬৪তম মিনিটে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেল। তবে, দলকে জেতাতে তো নয়ই, পরাজয়ের ব্যবধান কমাতেও কোনো সাহায্য করতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের শিরোপার স্বাদ নেওয় বেল।
সুইডেনের হয়ে ম্যাচের ৪০ মিনিটের মাথায় গোল করেন ফোর্সবার্গ (১-০)। ইব্রার অ্যাসিস্ট থেকে আসা এই স্কোরে বিরতিতে যায় সুইডিশরা।
বিরতির পর ৫৭ মিনিটের মাথায় লাস্টিং এবং ৮৭ মিনিটের মাথায় গুইদেতি গোল করেন।
ইউরোর আসর শুরুর আগে ওয়েলসের পাশে কোনো সাম্প্রতিক জয়ের স্বাদ থাকছে না। বেল সতীর্থরা টানা চার ম্যাচ হেরে এবারের আসর শুরু করবে। আসরের গ্রুপপর্বে তাদের প্রথম প্রতিপক্ষ স্লোভাকিয়া।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ০৬ জুন ২০১৬
এমআরপি