ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ছিটকে গেলেন মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ছিটকে গেলেন মাশ্চেরানো জাভিয়ার মাশ্চেরানোর-ছবি:সংগৃহীত

ঢাকা: হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে আসছে লা লিগার প্রথম ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনার ডিফেন্ডার জাভিয়ার মাশ্চেরানোর। সেভিয়ার বিপক্ষে সুপারকাপের শিরোপা নিশ্চিতের ম্যাচে চোট পান আর্জেন্টাইন এ তারকা।

 

এদিন বার্সার তিনজন ফুটবলার বদলির পর গুরুতর আঘাত পান মাশ্চেরানো। পরে ম্যাচের শেষ মিনিটে তিনি মাঠ থেকে উঠে গেলে ১০ জনের দলে পরিণত হয় কাতালান ক্লাবটি।

ফাইনালের এ ম্যাচে বার্সা অবশ্য ৩-০ গোলের জয়ে (৫-০ অ্যাগ্রিগেট) শিরোপা জিতে মাঠ ছাড়ে। যেখানে আরদা তুরানের জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেন লিওনেল মেসি। পরে এক টুইট বার্তার মাধ্যমে বার্সা নিশ্চিত করে এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার মাশ্চেরানো। যেখানে শনিবারের ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে থাকছেন না তিনি।

এদিকে আশা করা হচ্ছে আগামী ২৮ আগস্ট অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে ফিরতে পারেন মাশ্চেরানো।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।