ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সায় ব্রাভোর অভাব মেটাবেন চিলিসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
বার্সায় ব্রাভোর অভাব মেটাবেন চিলিসেন ছবি: সংগৃহীত

ঢাকা: সব ঠিক থাকলে ক্লদিও ব্রাভোর বিকল্প হিসেবে জ্যাসপার চিলিসেনকেই পাচ্ছে বার্সেলোনা! চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে আয়াক্স বাদ পড়ায় নেদারল্যান্ডস গোলরক্ষক নিজেই ন্যু ক্যাম্পে উড়াল দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ওঠার লক্ষ্যে রাশিয়ান ক্লাব রোস্তোভের মাঠে ৪-১ গোলে (৫-২ অ্যাগ্রিগেট) হারের লজ্জায় ডোবে চারবারের ইউরোপিয়ান কাপ জয়ী আয়াক্স।

তাতেই ডাচ ক্লাব ছেড়ে স্পেনে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন চিলিসেন।

গত মঙ্গলবার (২৩ আগস্ট) ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর লক্ষ্যে ইংল্যান্ডে পা রাখেন ব্রাভো। এখনো অবশ্য চিলিয়ান গোলরক্ষকের সঙ্গে অফিসিয়াল চুক্তির বিষয়টি প্রকাশ করেনি সিটিজেনরা।

অন্যদিকে, বেশ কয়েকদিন ধরেই ২৭ বছর বয়সী চিলিসেনকে দলে টানার ব্যাপারে আগ্রহ দেখিয়ে আসছে স্প্যানিশ জায়ান্টরা। সেটিই এখন বাস্তবে রূপ নেওয়ার পথে! বৃহস্পতিবারই (২৫ আগস্ট) তার বার্সায় যাওয়ার কথা রয়েছে।

এক সাক্ষাৎকারে চিলিসেন বলেন, ‘আমি আজ (২৫ আগস্ট) রাতে বা আগামীকাল বার্সেলোনায় যাওয়ার বিমানে চড়বো। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো। চুক্তি হলে তা হবে চমৎকার। কিন্তু এটা আমার জন্য বাজে প্রস্থান (আয়াক্স থেকে)। আমি আজই খেলতে চাই। এই ট্রান্সফার ইস্যুটি আমার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। ’

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।