ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডাচ গোলরক্ষক চিলিসেনকে দলে ভেড়ালো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ডাচ গোলরক্ষক চিলিসেনকে দলে ভেড়ালো বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লদিও ব্রাভোর অভাব মেটাতে নেদারল্যান্ডস গোলরক্ষক জ্যাসপার চিলিসেনের সঙ্গে চুক্তি সম্পন্ন করলো বার্সেলোনা। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

পাঁচ বছরের চুক্তিতে আয়াক্স থেকে ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যু ক্যাম্পে নাম লিখিয়েছেন চিলিসেন। সঙ্গে থাকছে আনুষাঙ্গিক আরো দুই মিলিয়ন। বাইআউট ক্লজ ধরা হয়েছে ৬০ মিলিয়ন ইউরো।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বার্সেলোনায় পা রাখেন ২৭ বছর বয়সী চিলিসেন। পরে মেডিকেল পরীক্ষা শেষে চুক্তি সই করেন। শুক্রবার তিনি বার্সা ভক্ত ও মিডিয়ার মুখোমুখি হবেন।

নিজের টুইটার পেজে বার্সার জার্সি পরা ছবি পোস্ট করে বেশ উচ্ছ্বাসই প্রকাশ করেন চিলিসেন, ‘স্বপ্ন সত্যি হলো। ’

এর আগে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে আয়াক্স বাদ পড়ায় নিজেই স্পেনে উড়াল দেওয়ার কথা নিশ্চিত করেন চিলিসেন। মূল পর্বে ওঠার লক্ষ্যে রাশিয়ান ক্লাব রোস্তোভের মাঠে ৪-১ গোলে (৫-২ অ্যাগ্রিগেট) হারের লজ্জায় ডোবে চারবারের ইউরোপিয়ান কাপ জয়ীরা। তাতেই ডাচ ক্লাব ছেড়ে স্পেনে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে, গত মঙ্গলবার (২৩ আগস্ট) ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার লক্ষ্যে ইংল্যান্ডে যান ব্রাভো। এখনো অবশ্য চিলিয়ান গোলরক্ষকের সঙ্গে অফিসিয়াল চুক্তির ঘোষণা দেয়নি সিটিজেনরা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এমআরএম

** 
বার্সায় ব্রাভোর অভাব মেটাবেন চিলিসেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।