ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত খেলেও বিদায় নিলো শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
দুর্দান্ত খেলেও বিদায় নিলো শেখ রাসেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না শেখ রাসেল ক্রীড়াচক্র। এএফসি কাপের প্রাক প্লে-অফ থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটিকে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের টারটানস ক্লাবের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে শেখ রাসেল।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে টারটানসের বিপক্ষে ড্র করলেই কোচ মারুফুল হকের শিষ্যরা পরের রাউন্ডে উঠার টিকিট নিশ্চিত করতো।

শুরু থেকে দাপুটে ফুটবল খেলতে থাকে শেখ রাসেল। ম্যাচের প্রথমে লিড নেয় টারটানস। ১৮ মিনিটের মাথায় দলের সেরা ফরোয়ার্ড চেনচৌ গাইয়েলতসেনে গোল করে স্বাগতিক ক্লাবটিকে এগিয়ে নেন। তবে, পরের মিনিটেই জামাল ভূঁইয়ার দুর্দান্ত ফ্রি-কিক থেকে ইকাঙ্গার হেডে ১-১ এ সমতায় ফেরে শেখ রাসেল।

এরপরই খেই হারিয়ে ফেলে শেখ রাসেল। ৩০তম মিনিটে তেনজিন দর্জির গোলে আবারো এগিয়ে যায় স্বাগতিক ক্লাবটি। পাঁচ মিনিট পর তিসেরিং ওয়াংদির গোল কোণঠাসা করে দেয় শেখ রাসেলকে। প্রথমার্ধের শেষ দিকে দলের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোলটি করেন চেনচৌ গাইয়েলতসেনে।

প্রথমার্ধেই ৪-১ গোলে পিছিয়ে ম্যাচ থেকে কিছুটা ছিটকে পড়ে।

তবে, দারুণভাবে বিরতির পর ঘুরে দাঁড়ায় শেখ রাসেল। ৬৭ মিনিটের মাথায় স্ট্রাইকার শাখাওয়াত রনির গোলে ব্যবধান কমায় তারা। মোহাম্মদ ইব্রাহিমকে স্বাগতিক গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। তবে, পেনাল্টি থেকে পাওয়া সুযোগকে কাজে লাগাতে পারেননি এই রনি। গোলটি হলে হয়তো শেষ পর্যন্ত ড্র নিয়ে হাসিমুখেই মাঠ ছাড়তে পারত শেখ রাসেল।

৭৩তম মিনিটে ইকাঙ্গার গোলে স্কোরলাইন ৪-৩ করে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে তোলে শেখ রাসেল। তবে, ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ফুটবলে ট্রেবল জেতা দলটির ভাগ্য সহায় না থাকায় জয় কিংবা ড্র পাওয়া হয়নি শেখ রাসেলের।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।