ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোহীন রিয়ালের আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
রোনালদোহীন রিয়ালের আরেকটি জয়

ঢাকা: স্প্যানিশ লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে স্বাগতিক হয়ে খেলতে নেমে জিনেদিন জিদানের শিষ্যরা সেল্টাভিগোর বিপক্ষে জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম এক ঘণ্টা গোলের দেখা পায়নি কোনো দলই। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় রিয়াল।

রিয়াল কোচ জিদান প্রথম একাদশে মাঠে নামান কারবাহাল, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, মার্সেলো, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, আলভারো মোরাতা আর গ্যারেথ বেলদের মতো তারকাদের। দলে ছিলেন না প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। আরও ছিলেন না করিম বেনজেমা।

ম্যাচের ৬০তম মিনিটে রিয়ালকে লিড পাইয়ে দেন দলে নতুন যোগ দেওয়া আলভারো মোরাতা। তবে, খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৬৭ মিনিটে সেল্টার হয়ে সমতাসূচক গোল করেন ফ্যাবিয়ান। ফলে, হারের শঙ্কায় না পড়লেও গোলের দেখা না পাওয়ায় হতাশ হতে হচ্ছিলো রিয়ালকে।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে অবশেষে উদ্ধার করেন টনি ক্রুস। জার্মান এই তারকার ২০ গজ দূর থেকে নেওয়া শট রিয়ালকে দ্বিতীয়বার লিড পাইয়ে দেয়। ২-১ গোলের এই স্কোরেই শেষ হয় ম্যাচ।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ায় রিয়াল তাই পূর্ন ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘন্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।