ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অভিজ্ঞ মারিও ‘জুয়া’র অংশ নন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
অভিজ্ঞ মারিও ‘জুয়া’র অংশ নন মারিও বালোতেল্লি-ছবি:সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে ফ্রি-ট্রান্সফার হিসেবে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে লিগ ওয়ানের দল নিসে পাড়ি দিয়েছেন মারিও বালোতেল্লি। তবে ফ্রেঞ্চ লিগের দলটি কোনো ‘জুয়া খেলা’য় অংশ নেয়নি বলে জানালেন ব্যাড বয় খ্যাত এ তারকা।

 

ব্র্যান্ডন রজার্স কোচ থাকাকালীন দু’বছর আগে ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে বালোতেল্লিকে দলে নেয় অল রেডসরা। তবে জায়ান্ট দলটির হয়ে ২৮ ম্যাচে মাত্র চারটি গোল করেছিলেন তিনি।

পরবর্তীতে এসি মিলানে ধারে খেলতে গিয়েও কোনো সফলতা পাননি ইতালির এ স্ট্রাইকার। তাই তাকে খোঁচা দিয়ে লিভারপুলের সাবেক ডিফেন্ডার জ্যামি ক্রেইগহার বলেন, নিস বাজে জিনিস নিয়ে খেলছে। যেখানে ইতালিয়ানের কাছে কিছুই নেই।

এদিকে চলতি মৌসুমে নতুন ক্লাবের হয়ে পরিশ্রম করতে হবে জানিয়ে বালোতেল্লি বলেন, ‘এখানে আমার আসাটা ম্যানেজমেন্টের ব্যাপার। আরও অনেক ক্লাব আছে, যারা আমার প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে আমি নিসকে পছন্দ করেছি। আর ১৬ বছর বয়স থেকে ‍আমাকে নিয়ে অনেক কথা লেখা হয়েছে। কিন্তু আমি মনে করি না আমি ঝুঁকিতে আছি। ’

তিনি ‍আরও বলেন, ‘আমি নিজেকে জুয়া খেলা মনে করি না। আমার শারীরিক অবস্থা খু্বই ভালো। এখন আমার প্রয়োজন নিয়মিত খেলে যাওয়া। আমি বুড়োও না আবার তরুণও না। তবে আমার মাঝে ‍অভিজ্ঞতা আছে, যা দিয়ে নিজের সেরা পারর্ফম করাটাই আমার ইচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।