ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিমিওন গেলেই অ্যাতলেতিকো ছাড়বেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
সিমিওন গেলেই অ্যাতলেতিকো ছাড়বেন গ্রিজম্যান ছবি: সংগৃহীত

ঢাকা: দিয়েগো সিমিওনের অধীনে অ্যাতলেতিকো মাদ্রিদে সময়টা বেশ উপভোগ করছেন ইউরোর ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ জয়ী অ্যান্তোনি গ্রিজম্যান। আর্জেন্টাইন কোচ অন্য ক্লাবে পাড়ি জমালেই কেবল অ্যাতলেতিকো ছাড়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়ে দিয়েছেন ফ্রেঞ্চ তারকা।

এর আগে সামার ট্রান্সফার উইন্ডোতে গ্রিজম্যানের ভিসেন্তে কালদেরন ছাড়ালো গুঞ্জন ওঠেছিল। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে পাওয়ার দৌড়ে এগিয়ে ছিল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। কিন্তু স্পেনে থেকে কোচের কাছ থেকে আরো অনেক কিছু শিখতে চান গ্রিজম্যান।  ২০১১ সালের ডিসেম্বরে অ্যাতলেতিকোর দায়িত্ব কাঁধে নেন সিমিওন। গ্রিজম্যানের সঙ্গে তারও পিএসজিতে যোগ দেওয়ার গুজব রটেছিল।

এক সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেন, ‘সিমিওন যদি পিএসজি কিংবা অন্য কোথাও চলে যান তবেই আমার অ্যাতলেতিকোতে থাকা নিয়ে উদ্বেগ তৈরি হবে। চুক্তি নবায়নের (২০২১ পর্যন্ত) আগে আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে নিশ্চিত করেছেন, এখানেই থাকবেন। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। এ মুহূর্তে পিএসজি আমার লক্ষ্য নয়। আমি স্পেনেই সুখে অাছি। ’

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ ছেড়ে অ্যাতলেতিকোতে নাম লেখান গ্রিজম্যান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সিমিওনের অধীনে ক্লাব ফুটবলে নিজেকে বিশ্বসেরা স্ট্রাইকারদের কাতারে নিয়ে যান। গত দু্ই মৌসুমে ১০৭ ম্যাচে প্রতিপক্ষের জালে বড় পাঠান ৫৭ বার (৭৫ লিগ ম্যাচে ৪৪টি)।

ক্লাবের ফর্ম টেনে আনেন জাতীয় দলে। সবশেষ ঘরের মাঠে ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও দুর্দান্ত ইউরো কাটানোর পর ইউরোপ সেরা খেলোয়াড়ের তালিকায় সেরা তিনে জায়গা করে নেন অ্যান্তোনি গ্রিজম্যান। ইউরো ও চ্যাম্পিয়নস লিগ জেতা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে ওঠে ট্রফি। পর্তুগিজ অধিনায়কের ক্লাব সতীর্থ গ্যারেথ বেল তৃতীয় হন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।