ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের গোলে ইংলিশদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
শেষ মুহূর্তের গোলে ইংলিশদের জয়

ঢাকা: ভাগ্যের সহায় হয়ে ইউরোপ অঞ্চলের রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘এফ’ এ থাকা ইংল্যান্ড জয় পেয়েছে। অ্যাডাম লালানার একমাত্র গোলে স্লোভাকিয়ার বিপক্ষে জিতেছে ওয়েইন রুনির দল।

ইংল্যান্ডের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেয়া স্যাম অ্যালারডাইসের এই ম্যাচের মধ্যদিয়ে ইংলিশদের হয়ে অভিষেক হয়।

দশজনের স্লোভাকিয়ান দলের বিপক্ষে জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইংলিশদের। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে লিভাপরপুলের তারকা লালানা গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দেন।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় প্রথমবার আর ৫৭ মিনিটের মাথায় স্লোভাকিয়ার মার্টিন স্কারটেল দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় মাঠ থেকে তাকে বেড়িয়ে যেতে হয়। তারপরও প্রথমার্ধের মতোই ইংল্যান্ডকে চাপের মধ্যেই রেখেছিল স্লোভাকিয়ানরা। এ ম্যাচের আগে সবশেষ চার ম্যাচে থ্রী লায়ন্স খ্যাত ইংল্যান্ড কোনোবারই স্লোভাকিয়ার বিপক্ষে হারেনি। তিনটি জয়ের পাশপাশি একটি ম্যাচ ড্র হয়েছিল।

ইংল্যান্ডের হয়ে শুরুর একাদশে ছিলেন জো হার্ট, চাহিল, জন স্টোনস, হেন্ডারসন, লালানা, রুনি, রাহিম স্টারলিং আর হ্যারি কেনের মতো তারকারা। দ্বিতীয়ার্ধে ইংলিশদের হয়ে মাঠে নামেন থিও ওয়ালকট, ড্যানিয়েল স্টুরিজরা।
 
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।