ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজি বা ম্যানইউতে যোগ দিতে পারতেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
পিএসজি বা ম্যানইউতে যোগ দিতে পারতেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন চুক্তির আগে নেইমার বার্সেলোনা ছাড়ার খুব কাছাকাছি অবস্থানে গিয়েছিলেন বলে দাবি করছেন তার এজেন্ট। ওয়াগনার রিবেইরো ভাষ্য মতে, বড় অঙ্কের প্রস্তাবে ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজি বা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাতে পারতেন ব্রাজিলিয়ান সেনসেশন।

সামার ট্রান্সফার উইন্ডোতে নেইমারের ক্লাব বদলের সম্ভাবনা নিয়ে নাটক তো আর কম হলো না। শেষ পর্যন্ত গত জুলাইয়ের শুরুতে পাঁচ বছরের নতুন চুক্তিতে সই করে সব গুজবের অবসান টানেন ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।

পিএসজি ও ম্যানইউ নেইমারকে পেতে ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড গড়তেও প্রস্তুত ছিল। রিবেইরোর কথাতেই তা স্পষ্ট, ‘সে পিএসজিতে যাওয়ার কাছাকাছিই ছিল। তার বাৎসরিক আয় হতো ৪০ মিলিয়ন ইউরো। নেইমার ম্যানইউতেও যোগ দেওয়ার কাছাকাছি ছিল। কিন্তু সে চুক্তি নবায়ন করে তার চেয়েও কম আয় করছে কারণ, সে বার্সায় থাকতে চেয়েছে। ’

জ্লাতান ইব্রাহিমোভিচের বিদায়ের পরই বড় মাপের স্ট্রাইকারের সন্ধানে ছিল পিএসজি। ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফি ১৯০ মিলিয়ন ইউরোতেও তারা নেইমারকে দলে টানতে চেয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। ভবিষ্যতে ফ্রেঞ্চ জায়ান্টরা নেইমারকে ভাগিয়ে আনতে চেষ্টা করতেই পারে। সেক্ষেত্রে আরো বড় অঙ্ক ব্যয় করার বিকল্প নেই লিগ ওয়ান চ্যাম্পিয়নদের!

বার্সার সঙ্গে নতুন চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে। যেখানে প্রথম বছর শেষে নেইমারের বাইআউট ক্লজ ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। পরের বছর তা বেড়ে দাঁড়াবে ২২২ মিলিয়ন ইউরোতে এবং ২০১৯ সালে ২৫০ মিলিয়ন ইউরো।

এদিকে, একটি ফ্রেঞ্চ দৈনিকে নামহীন পিএসজি সূত্র রিবেইরির এসব কথাকে ভিত্তিহীন বলছে, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। নিয়োগকর্তার অবদান শীর্ষে থাকবে, এই বেতনবাবদ বছরে ৬০ মিলিয়ন ইউরোর বেশি খরচ হবে। এটা জঘন্য ব্যাপার। নেইমার আমাদের ব্যবহার করে বার্সেলোনার সঙ্গে তার হাতকে শক্তিশালী করেছে। ’

সে যাই হোক, নেইমারের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতে নাকি গত জুনের শেষদিকে ব্রাজিলে গিয়েছিলেন পিএসজির সহকারি ক্রীড়া পরিচালক অলিভিয়ের লেট্যাং।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।