ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে বার্সার হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ঘরের মাঠে বার্সার হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান স্প্যানিশ লা লিগার আসরে হাইভোল্টেজ ম্যাচে জয়বঞ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা ঘরের মাঠে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।


 
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে প্রায় ৯০ হাজার দর্শকের উপস্থিতিতে এগিয়ে গিয়েও অ্যাতলেতিকোর বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পাওয়া হয়নি কাতালানদের। ইভান রেকিটিকের গোলে লুইস এনরিকের বার্সা লিড পেলেও দিয়েগো সিমিওনের শিষ্য অ্যাঞ্জেল কোরেয়ার গোলে ম্যাচে ফেরে মাদ্রিদের দলটি।
 
আগের ম্যাচে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করায় ব্যবধান কমানো সুযোগ ছিল বার্সার। তবে, সেটি আর হয়নি। কাতালানদের মাঠে ১০ বছর ধরে জিততে পারেনি অ্যাতলেতিকো।
 
ম্যাচের ৪১ মিনিটের মাথায় রেকিটিচের গোলে লিড নেয় বার্সা। স্বাগতিকদের এই গোলে পূর্ণ সহায়তা করেন আন্দ্রেস ইনিয়েস্তা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।
 
বিরতির পর খেলার ৬১ মিনিটের মাথায় ম্যাচে ফেরে অ্যাতলেতিকো। কোরেয়ার গোলে সমতা ফেরে ম্যাচে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট গোলবারে লেগে জালে জড়ায়।
 
এর দুই মিনিট আগে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সার প্রাণভোমরা মেসি।
 
বার্সার হয়ে মাঠে নেমেছিলেন টার স্টেগেন, সার্জি রবার্তো, জেরার্ড পিকে, মাশ্চেরানো, জরদি আলবা, ইনিয়েস্তা, রেকিটিচ, বুসকেটস, নেইমার, মেসি, সুয়ারেজ, আরদা তুরান।
 
আর অ্যাতলেতিকো হয়ে মাঠে নেমেছিলেন ওব্লাক, হুয়ানফ্রান, দিয়েগো গডিন, সেভিক, ফিলিপে লুইস, কোকে, গ্যাবি, সাউল, অ্যান্তোনিও গ্রিজম্যান, গ্যামেরিও, ক্যারাসকো, কোরেয়া, ফার্নান্দো।
 
রিয়াল নিজেদের ৫ ম্যাচ থেকে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনার অবস্থান।
 
বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২,  ২০১৬
এমআরপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।