ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিচেস্টারকে উড়িয়ে স্বরূপে ফিরলো রেড ডেভিলসরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
লিচেস্টারকে উড়িয়ে স্বরূপে ফিরলো রেড ডেভিলসরা ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারের হতাশা ভুলে ‘স্বরূপে’ ফিরলো হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলসরা।

ফর্মহীনতায় ভোগা অধিনায়ক ওয়েইন রুনিকে শেষদিকে বদলি হিসেবে মাঠে নামান ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’।

প্রায় ৭৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ওল্ড ট্রাফোর্ডে আক্রমণাত্মক ফুটবলে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন পগবা-মাতা-ইব্রাহিমোভিচরা। প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেয় স্বাগতিক ম্যানইউ। ২২ মিনিটে গোল উৎসবের সূচনা করেন ডিফেন্ডার ক্রিস স্ম্যালিং। ৩৭ মিনিটে হুয়ান মাতা স্কোরশিটে নাম লেখান।

তিন মিনিট বাদেই মাতার পাসে বল জালে জড়ান উদীয়মান ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। এর দুই মিনিট পরই গোল উদযাপনে মাতেন ফ্রেঞ্চ তারকা পল পগবা। দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি মরিনহোর শিষ্যরা। পুরো ম্যাচ খেললেও গোল করতে ব্যর্থ হন জ্লাতান ইব্রাহিমোভিচ। ভিজিটরদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ডেমারাই গ্রে।

দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে সাত থেকে তিনে উঠে এসেছে ম্যানইউ। ছয় ম্যাচ শেষে তাদের সংগ্রহ চার জয় ও দুই হারে ১২। সমান ম্যাচে সাত পয়েন্টে এক ধাপ অবনমনে ১২ নম্বরে লিচেস্টার। শীর্ষে ম্যানচেস্টার সিটি (৫ ম্যাচে ১৫)।

অাগামী রোববার (২ অক্টোবর) পরবর্তী ম্যাচে স্টোক সিটির মুখোমুখি হবে রেড ডেভিলসরা। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। একইদিন সন্ধ্যা সোয়া ৭টায় সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে লিচেস্টার।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।