ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড দল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন গ্যারেথ সাউথগেট। অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে হ্যাটট্রিকের সুবাদে সিনিয়র টিমে ফিরেছেন উঠতি ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

অক্টোবরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দু’টির জন্য ২৩ সদস্যের স্কোয়াডে রয়েছে আরো চমক।

রাশফোর্ডের ক্লাব সতীর্থ ম্যানইউর জেসে লিনগার্ড জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়। দলে ফিরেছেন স্টোক সিটির ৩২ বছর বয়সী ডিফেন্ডার গ্লেন জনসন ও অার্সেনাল উইঙ্গার অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন।

গত মাসে নরওয়ের বিপক্ষে অ-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক উল্লাসে মাতেন রাশফোর্ড। তার পুরস্কারস্বরূপ রুনিদের পাশে ফিরলেন ১৮ বছর বয়সী এ তরুণ।

সম্প্রতি চাকরি হারানো স্যাম অ্যালারডাইসের স্থলাভিষিক্ত সাউথগেট পরবর্তী চার ম্যাচে কোচ হওয়ার প্রস্তাবে রাজি হন। থ্রি লায়ন্সদের দায়িত্ব কাঁধে নিয়ে মাল্টার বিপক্ষে তার প্রথম পরীক্ষা। আগামী শনিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে। তিনদিন পর (মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টা) স্লোভেনিয়ার মাঠে নামবে ইংলিশরা।

‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলে এক ম্যাচ শেষে দুইয়ে ইংল্যান্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে ৬৬’র বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা হয় নড়বড়ে। স্লোভেনিয়ার বিপক্ষে কোনোমতে ১-০ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।  

ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: ফ্রাসের ফ্রস্টার, জো হার্ট, টম হিটন।

ডিফেন্ডার: রায়ান বারট্র্যান্ড, গ্যারি কাহিল, ফিল জাগিয়েলকা, গ্লেন জনসন, ড্যানি রোস, ক্রিস স্ম্যালিং, জন স্টোনস, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: এরিক ডায়ার, জর্ডান হেন্ডারসন, অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন, মাইকেল অ্যান্তোনিও, জেসে লিনগার্ড, রাহিম স্টার্লিং, থিও ওয়ালকট, ডেলি আলী।

ফরোয়ার্ড: ওয়েইন রুনি, মার্কাস রাশফোর্ড, ড্যানিয়েল স্টারিজ, জেমি ভার্ডি।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।