ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এক মাস রামোসকে পাচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এক মাস রামোসকে পাচ্ছে না রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের ইনজুরি তালিকা আরো লম্বা হচ্ছে! সবশেষ সদস্য সার্জিও রামোস। বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের হয়ে আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচটিতে হাঁটুর ইনজুরিতে ভোগেন ত্রিশ বছর বয়সী এ সেন্টারব্যাক।

 

পূর্ণ ফিটনেস ফিরে পেতে রামোসের এক মাস সময় লাগতে পারে। তাই পরবর্তী বেশ কয়েকটি ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না রিয়াল। এরই মধ্যে মার্সেলো, ক্যাসেমিরো ও লুকা মডিরিচের ইনজুরিতে শক্তভাবে মৌসুম শুরু করার লক্ষ্য বাধাগ্রস্ত হচ্ছে!

অবশ্য রামোসের ইনজুরি অতটা গুরুতর নয় বলেই দাবি করছেন স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুই, ‘রামোসের ইনজুরি দেখে মনে হচ্ছে হাঁটু মচকে গেছে। আশা করছি এটা গুরুতর কিছু হবে না। ’

সে যাই হোক, বেশ ভালো মেজাজেই আছেন রামোস। আলবেনিয়া ম্যাচ জয় উদযাপন করতে ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছিলেন রামোস।

আন্তর্জাতিক ব্যস্ততা শেষে আগামী শনিবার (১৫ অক্টোবর) লিগ ম্যাচে রিয়াল বেটিসের মাঠে নামবে জিনেদিন জিদানের শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সশয়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।