ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেন-স্কটল্যান্ড ম্যাচের ইংল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
স্পেন-স্কটল্যান্ড ম্যাচের ইংল্যান্ড দল ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেট। দলে ফিরেছেন জ্যাক উইলশেয়ার ও হ্যারি কেন।

গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দু’টিতে বাদ পড়েছিলেন উইলশেয়ার। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আবারো জাতীয় টিমে ডাক পেয়েছেন আর্সেনাল থেকে বোর্নমাউথের হয়ে ধারে খেলা এ মিডফিল্ডার। অন্যদিকে, অ্যাঙ্কেল ইনজুরি কাটিয়ে উঠেছেন স্লোভেনিয়া ও মাল্টা ম্যাচ মিস করা টটেনহাম ফরোয়ার্ড হ্যারি কেন।

ফিটনেস সমস্যায় বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস স্ম্যালিং ও লুক শ। হাঁটুতে চোট পাওয়ায় নেই কেনের ক্লাব সতীর্থ ডেলি আলী। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ডিফেন্ডার নাথানিয়েল ক্লাইনি, দুই মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা ও রাহিম স্টার্লিং।

শুক্রবার (১১ অক্টোবর) ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে। ‘এফ’ গ্রুপে ছয় দলের পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থ্রি লায়ন্সরা।

একই ভেন্যুতে প্রীতি ম্যাচ স্পেনকে আতিথ্য দেবে ইংলিশরা। আগামী মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টায় হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে।

ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: ফ্রেজার ফরস্টার (সাউদাম্পটন), জো হার্ট (তুরিনো), টম হিটন (বার্নলি)।

ডিফেন্ডার: রায়ান বার্টর‌্যান্ড (সাউদাম্পটন), গ্যারি কাহিল (চেলসি), নাথানিয়েল ক্লাইনি (লিভারপুল), ফিল জাগিয়েল্কা (এভারটন), মাইকেল কিন (বার্নলি), ড্যানি রোজ (টটেনহাম), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কাইল ওয়াকার (টটেনহাম)।

মিডফিল্ডার: এরিক ডায়ার (টটেনহাম), ড্যানি ড্রিংওয়াটার (লিচেস্টার সিটি), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জ্যাক উইলশেয়ার (বোর্নমাউথ), অ্যাডাম লাল্লানা (লিভারপুল), জেসে লিনগার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), অ্যান্ড্রোস টাউন্সেন্ড (ক্রিস্টাল প্যালেস), থিও ওয়ালকট (আর্সেনাল)।

ফরোয়ার্ড: হ্যারি কেন (টটেনহাম), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), জেমি ভার্ডি (লিচেস্টার সিটি)।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।