ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নতুন উচ্চতায় মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
নতুন উচ্চতায় মেসি ছবি: সংগৃহীত

বার্সেলোনার জার্সিতে ক্লাব ফুটবলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০ গোলের অনন্য মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান আর্জেন্টাইন আইকন।

ঢাকা: বার্সেলোনার জার্সিতে ক্লাব ফুটবলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০ গোলের অনন্য মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান আর্জেন্টাইন আইকন।

সেল্টিকের মাঠে প্রথমার্ধে নেইমারের পাসে দুর্দান্ত ভলিতে বার্সাকে লিড এনে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন। তাতেই ব্যক্তিগত অর্জনের খাতায় আরেকটি কীর্তি যোগ করেন বিশ্ব ফুটবলের এ ক্ষুদে জাদুকর।

মেসি নৈপুণ্যে ২-০ ব্যবধানের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে কাতালানরা। এর আগে ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের প্রথম দেখায় মেসির হ্যাটট্রিকে স্কটিশ ক্লাবটিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।

চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ মিলিয়ে একশ’ গোলের অভিজাত ক্লাবে নাম লেখান ২৯ বছর বয়সী মেসি। ৯২টিই আসে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান সুপার কাপে ৩টি আর ক্লাব বিশ্বকাপে করেন পাঁচ গোল।

সেল্টিকের বিপক্ষে মেসির প্রথম গোলটি ছিল কোচ লুইস এনরিকের অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সার ৪০০তম গোল। অন্যদিকে, প্রথম গোলটির নেপথ্য কারিগর নেইমার ২০০৩-০৪ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ ৭টি অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে দুর্দান্ত গতিতেই ছুটছেন মেসি। চার ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৯ বার। সর্বোচ্চ গোলস্কোরার তালিকায় এখন পর্যন্ত তার ধারেকাছেও কেউ নেই। পাঁচ গোল নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজির উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি। সেরা পাঁচেও নেই ক্রিস্টিয়ানো রোনালদো (পাঁচ ম্যাচে ২ গোল)।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।