ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সমতায় শেষ আরামবাগ-বিজেএমসির মৌসুম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সমতায় শেষ আরামবাগ-বিজেএমসির মৌসুম সমতায় শেষ আরামবাগ-বিজেএমসির মৌসুম/ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট টেবিলে আরামবাগ ক্রীড়া সংঘের অবস্থান সাতে আর টিম বিজেএমসির অবস্থান নয়ে। গেল ২১ অক্টোবর প্রথম লেগের খেলা ১-১ সমতায় শেষ করেছিল দু’দল। সমতার সেই ধারাবাহিকতা দল দুটো ধরে রাখলো মৌসুমে নিজেদের শেষ ম্যাচেও। তবে কোনো গোল নয়, গোলশূন্য সমতায়।   

শনিবার (৩১ ডিসেম্বর) প্রথমার্ধের পুরো সময় জুড়েই আরামবাগ ও টিম বিজেএমসির কাঁপন ধরানো এক একটি আক্রমণে কেঁপে উঠেছে দু’দলের রক্ষণভাগ। কিন্তু বিধি বাম।

গোল পোস্টের একেবারে সামনে গিয়ে গোলরক্ষককে সম্পূর্ণ একা পেয়েও জালে বল জড়ানো হয়নি কারোরই।

তবে গোল না হলেও দল দুটোর ছোট ছোট পাস কখনওবা ডিফেন্স চেরা এক একটি আক্রমণ ছিল চোখে পড়ার মতো। তবে, গোলশূন্য ড্র নিয়ে যেতে হয় প্রথমার্ধের বিরতিতে।

বিরতির পরেও সেই একই দৃশ্য। পাস আছে, আক্রমণ আছে, নেই শুধু একটি পরিচ্ছন্ন ফিনিশিং। ম্যাচের পুরো ৯০ মিনিট এমনকি ইনজুরি টাইম পর্যন্ত এভাবে চললো। রেফারি যখন বাঁশিতে শেষ ফুঁ দিলেন তখনও দুই দলের স্বোরলাইন ০-০।

আর এই স্কোরলাইন নিয়ে এবারের প্রিমিয়ার লিগের মৌসুম শেষ করলো আরামবাগ ক্রীড়া সংঘ ও টিম বিজেএমসি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।