তবে দু’দলের কেউই মাঠে উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন রেফারিরা। বাইলজ অনুয়ায়ী ম্যাচ শুরুর নির্ধারিত সময়েরও ১৫ মিনিট বেশি অপেক্ষা করে তারা মাঠ থেকে বেরিয়ে যান।
কি হতে পারে এর শাস্তি? এমন প্রশ্নের জবাবে মাঠ উপস্থিত পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘বাইলজে স্পষ্ট উল্লেখ করা আছে যদি কোন দল কোন খেলায় অংশ গ্রহন না করে ধরে নিতে হবে সে ওই খেলায় অংশেই নেয়নি। পাশাপাশি এটাও ধরে নিতে হবে যে তারা সারা বছরের লিগের কোন খেলায় অংশ গ্রহন করেনি। ওই হিসেব অটোমেটিক তারা নিচে নেমে যাবে। এর বাইরেও কমিটি তাদের বিরুদ্ধে যে কোন শস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এটা প্রথমে নিবে ডিসিপ্লিনারি কমিটি। এরপরে পেশাদার লিগ কমিটিতে এলে আমরা সিদ্ধান্ত নিব, এরপরে বিএফএফ কমিটিতেও যেতে পারে। ’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে ২২ রাউন্ড শেষে সমান ১৮ পয়েন্ট ছিল সকার ক্লাবে ফেনী ও উত্তর বারিধারার। প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী এবার অবনমনে যাবে এই দুই দলের ভেতর থেকে একটি দল। সেই দলটি নির্ণয়ের জন্যই বাইলজে প্লে অফের নির্দেশনা দেয়া হয়েছে, যা উপেক্ষা করেছে এই দুই দল।
এর আগে গত মঙ্গলবার (৩ জানুয়ারি) প্লে অফ খেলতে অস্বীকৃতি জানিয়ে বাফুফে বরাবরা চিঠি দিয়েছে সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ৪ জানুয়ারি ২০১৭
এইচএল