চলতি মৌসুমে পিএসজি ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ইব্রা। আর রেড ডেভিলসে এসে দারুণ পারফরম্যান্সও করছেন তিনি।
দলের কোচ হোসে মরিনহোর কাছে ইব্রা প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল, অন্য স্ট্রাইকারদের বিশ্রাম দেওয়া হয়। কিন্তু বয়স বেশি হওয়ার কারণেও প্রতিটি একাদশে ইব্রাকে রাখা হয় কেন? পরে কোচের হয়ে ইব্রা জানান, তার কোনো সাধারণ শরীর নয়। অনুশীলনেও তিনি ফিটনেস ধরে রাখেন।
ইব্রা বলেন, ‘আমি ভালো অনুভব করি, আমার গঠনও ভালো। মরিনহো আমাকে প্রথম থেকেই ভালো জায়গায় রেখেছেন। সে আমার শারীরিক আকৃতি সম্পর্কে জানে। যার কারণে আমি প্রতিটি খেলাই খেলছি। এটার জন্য তার সম্মান পাওয়া উচিৎ। ’
তিনি আরও বলেন, ‘অনুশীলন বা খেলা, প্রতিটি জায়গাতেই আমি আলাদা ভাবে কাজ করি। মরিনহোই আমাকে সাহায্য করে। আর কারও যদি এমন শরীর হয়, তবে সেটি সাধারণ না। এটা আসলে একটি পশুকে দেখার মতো। আর আমি নিজেকে পশুই ভাবি। ’
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৭
এমএমএস